Child psychology
বর্তমান শিক্ষা ব্যবস্থা হল শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশু শিক্ষার মূলে থাকে শিক্ষার্থীরা। একজন শিশুর ভালোলাগা, ভালোবাসাকে অবলম্বন করে তাকে শেখানোর প্রচেষ্টা করা হয়। যাতে তার সর্বাঙ্গীণ বিকাশ সুসামঞ্জস্য এবং সুবাস্তবচিত হয় । শিশুর বংশগতি, পরিবেশ থেকে শুরু করে শিশুদের শিখন কৌশল, প্রষণা,প্রজ্ঞা,প্রক্ষোভ, শিক্ষায় আগ্রহ, সামাজিকীকরণ, বুদ্ধির বিকাশ সব বিষয়ে যেমন ধারণা দেওয়া হয়েছে তেমনি বিভিন্ন সময়ে বিভিন্ন মনোবিজ্ঞানী, শিক্ষাবিজ্ঞানী তাদের গবেষণায় কিভাবে শিশু শিক্ষার দিকটি সুন্দর ও প্রাণোচ্ছল করা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু শিক্ষায় যে সমস্ত তথ্য আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে সেগুলির প্রবর্তক কে বা কারা সেগুলি এখানে দেওয়া হল -
১। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় ?
➠ রুশো
২। সমস্যা সমাধান পদ্ধতির প্রবর্তক বলা হয় কাকে ?
➠জন ডিউই।
৩।বুদ্ধির দলগত উপাদান তত্বের প্রবর্তক কে ?
➠ থর্ন ডাইক।
৪। বুদ্ধির একক উপাদান তত্বের প্রবর্তক কে ?
➠ স্টার্ন।
৫। বুদ্ধির বহু উপাদান তত্বের প্রবর্তক কাকে বলা হয় ?
➠ থার্স্টোন।
৬। বুদ্ধির বাছাই তত্বের প্রবর্তক কে ?
➠ থমসন।
৭। বুদ্ধির দ্বি- উপাদান তত্বের প্রবর্তক কে ?
➠ স্পিয়ারম্যান।
৮। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা বলা হয় কাকে ?
➠ হেগেল।
৯। কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন কে ?
➠ মাদাম মন্তেসরি।
১০। শিক্ষক কে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন ?
➠ ফ্রয়বেল।
১১। শিখনের সক্রিয়া অনুবর্তন তত্বের প্রবর্তক কাকে বলা হয় ?
➠ স্কিনার।
১২। শিখনের প্রাচীন অনুবর্তন তত্বের প্রবক্তা কে ?
➠ প্যাভলভ।
১৩। শিখনের সমগ্রতা বাদী তত্বের ব্যাখ্যা দিয়েছেন কারা ?
➠ কোহলার; কফকা; ওয়ার্দিমার।
১৪। শিশু নিকেতন স্থাপন কে ?
➠ মন্তেসরি।
১৫। শিশুর নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
➠ কোহলবার্গ।
১৬। শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব কে আবিষ্কার করেন ?
➠ পিয়াঁজে।
১৭। প্রকল্প পদ্বতির প্রবর্তক বলা হয় কাকে ?
➠ কিল প্যাট্রিক।
১৮। কিন্ডার গার্ডেন পদ্ধতি কে শুরু করেন ?
➠ ফ্রয়বেল।
১৯। বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্বের উদ্ভাবক কে ?
➠ থার্স্টোন।
২০। বুদ্ধির 3Dতত্বের ধারণা দেন কে ?
➠ জে.পি.গিলফোর্ড।
২১। মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন কে ?
➠ বিঁনে- সাইমন।
২২। আচরণ বাদের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
➠ ওয়াটসন।
২৩। শিখনের চিহ্নিতকরণ তত্ব কে প্রবর্তন ক্রেন ?
➠ টলম্যান।
২৪। প্রাক-প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেছেন কে ?
➠ প্লেটো।
২৫। শিখনের প্রচেষ্টা ও ভুল তত্বের উদ্ভাবক কে ?
➠ থর্নডাইক।
২৬। প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন কে ?
➠ আলফ্রেড বিঁনে সাইমন।
২৭। শিখনের সামাজিক নির্মিতিবাদ কে উদ্ভাবন করেন ?
➠ ভাইগটস্কি।
২৮। বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্বের প্রবক্তা কে ?
➠ গিল ফোর্ড।
২৯। মন: সামাজিক বিকাশ তত্বের প্রবক্তা কে ?
➠ এরিকসন।
৩০। সমস্যা সমাধান মুলক গবেষনা প্রথম করেন কে ?
➠ থর্ন ডাইক।
Primary TET Practice Set 1 এখানে ক্লিক করুন
প্রাইমারী TET এর জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ সমাস নির্ণয়
বাংলা ব্যাকরণ-স্বরধ্বনি ও তার শ্রেণিবিভাগ
0 Comments