PRIMARY TET PRACTICE SET

          TET পরীক্ষার এক SET প্রশ্ন উত্তর  

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর TET পরীক্ষা ও কেন্দ্রীয় TET পরীক্ষায় শিশু মনস্তত্ত্ব ও পেডাগোগি থেকে মোট ৩০ টি প্রশ্ন দেওয়া থাকে । এরকমই সম্ভাব্য কুড়িটি প্রশ্নের একটি শ্রেণী SET দেওয়া হল ।  প্রশ্নের নিচে উত্তর দেওয়া আছে মিলিয়ে নাও ।


১। শিক্ষাগত বৈষম্য বলতে কি বোঝায়  ?

( ক) গরিব ও বড়লোক ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য । 

(খ) বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী কতটা শিখেছে তার মধ্যে পার্থক্য।

 (গ)  বিভিন্ন ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্কের পার্থক্য 

(ঘ) ছাত্রছাত্রীদের যাত্রীগত পার্থক্য।


২। একজন শিক্ষকের IQ কত হওয়া উচিত ? 

(ক) ৯৫-১০০

 (খ) ১০০-১১৪ 

(গ) ১১৫ এর বেশি 

(ঘ) ৯০ এর কম।


৩। শিক্ষা মনোবিজ্ঞানে কটি পদ্ধতি ব্যবহার করা হয় ?

 (ক) ২টি

 (খ) ৩টি 

(গ) ৪টি 

(ঘ) ৫টি


৪। স্যাম্পলিং কোন পদ্ধতির অন্তর্গত ? 

(ক) ক্লিনিংক্যাল পদ্ধতি  

(খ) পরীক্ষমূলক পদ্ধতি 

(গ) সার্ভে পদ্ধতি

 (ঘ) কোনোটিই নয়


৫। Peri - Notal বলতে কী বোঝায় ? 

(ক) প্রাক- শৈশব 

(খ) প্রথম বাল্যকাল 

(গ) জন্মকালীন 

(ঘ) শৈশব 


৬। প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আজীবন গবেষনা করেছেন কে ? 

(ক) পিঁয়াজে

 (খ) স্কিনার 

(গ) ফ্রয়েড

 (ঘ) থর্নডাইক


৭। বিভিন্ন মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় কোন সময় ? 

 (ক) বয়ঃ সন্ধিক্ষণ বাল্যকালে (১২-২০ বছর) 

(খ) প্রথম বাল্যকালে (২-৬ বছর)

 (গ) উত্তর বাল্যকালে (৬-১১বছর) 

(ঘ)  প্রাপ্ত বয়স কালে


৮। Binett Scale কি জাতীয় অভীক্ষা ? 

(ক) দলগত অভিক্ষা

(খ) স্মৃতিশক্তি পরিমাপক অভিক্ষা 

(গ)  ব্যক্তিগত অভীক্ষা

 (ঘ) এটি কোন অভীক্ষা নয়।


৯। 'নৈতিক বিকাশ প্রাক্ষোভিক বিকাশের উপর নির্ভরশীল নয়, প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল।'- কে এ কথা বলেছেন ? 

(ক)কোহলবারগ

 (খ) ম্যাকডুগাল

 (গ) ফার্নডাইক 

(ঘ) ফ্রয়েড 


১০। কোন একজন শিক্ষার্থী বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে প্রচুর কথা বলে।-  এ থেকে কি বোঝা যায় ? 

(ক) স্কুলে তার ভাবনা চিন্তা গুরুত্ব পাই 

(খ) বাড়ির চেয়ে স্কুলে বেশি কথা বলার সুযোগ পাই 

 (গ) সে বাড়ি পছন্দ করে না 

(ঘ)  স্কুলে প্রচুর বন্ধু থাকে।


১১। নিচের কোনটি প্রাথমিক স্তরের একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন হিসেবে পরিগণিত হয় -

 (ক) শিক্ষাদানের উৎসুক্য 

(খ) ধৈর্য ও অধ্যবসায়

 (গ) বিষয়ের জ্ঞান ও শিক্ষাদানের দক্ষতা 

(ঘ) উন্নতমানের ভাষা সহযোগে শিক্ষাদানের দক্ষতা।


১২। 'একটি শিশুর মন একটি সাদা পাতার মত'- উক্তিটি কার ? 

(ক) রুশো

 (খ) ফ্রয়েবল 

(গ) ভলতেয়ার

 (ঘ) জন লক ।


১৩। মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি ? - 

(ক)  শিক্ষাকে বৃত্তিমূলক করা 

(খ) প্রাথমিক শিক্ষা কে সার্বজনীন করা 

(গ)  শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করা

 (ঘ)  শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করা।


১৪। পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা উচিত ?

 (ক)  ভিডিও সহযোগে পাঠ প্রদান

 (খ)  তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ 

(গ) পড়াশোনার জন্য  পাঠ্যবস্তু দরকার এটা বোঝানো 

 (ঘ) পাঠ্যবস্তু সম্পর্কিত প্রয়োজনীয় সংবাদ প্রেরণ।


১৫। ফ্রেনোলজি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত পদ্ধতি ?

 (ক) দৈনিক সামর্থ্য পরিমাপ 

(খ) বুদ্ধি পরিমাপ

 (গ)  মনোযোগ পরিমাপ 

(ঘ) সক্রিয়তা পরিমাপ ।


১৬। বিশেষ শিক্ষা কীসের সঙ্গে সম্পর্কিত ? 

(ক) অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্প 

(খ) প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রকল্প 

(গ) বয়স্ক শিক্ষা প্রকল্প

 (ঘ) শিক্ষক শিক্ষা প্রকল্প ।


১৭। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কে থর্নডাইক কিসের উপর পরীক্ষা করেছিলেন ? 

(ক) কুকুরের ওপর পরীক্ষা 

(খ) ইঁদুরের ওপর

 (গ) বিড়ালের ওপর 

(ঘ) গিনিপিগের ওপর ।


১৮। মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় ? 

(ক) ফ্রয়েড 

(খ) ম্যাকডুগাল

(গ) উড‌ওয়ার্থ

 (ঘ) হবস ।


১৯। Education কথাটি কোথা থেকে এসেছে ? 

(ক) গ্রিক শব্দ

 (খ) ফার্সি শব্দ

 (গ) ইংরেজি শব্দ

(ঘ) ওলন্দাজ শব্দ ।


২০। পিঁয়াজে শিশুর বিকাশের স্তরকে কয়টি ভাগে বিন্যস্ত করেছেন ? 

(ক) ৪টি 

(খ) ৬টি 

( গ) ৮টি 

 (ঘ) ১০ টি ।


 গুরুত্বপূর্ণ কিছু পদ পরিবর্তন  ক্লিক করুন  এখানে


স্বর সন্ধির সূত্রসহ  আলোচনা ঃ- এখানে ক্লিক করে দেখে নাও 


উত্তর ;- ১। খ , ২। খ , ৩। ঘ , ৪। গ , ৫। গ , ৬। ক , ৭। ক , ৮। ঘ , ৯। ক , ১০। ক ,১১। খ , ১২। ঘ ১৩। ঘ , ১৪। ঘ , ১৫। খ , ১৬। ক , ১৭। গ ,১৮। ক ,১৯। ক ২০। ক  ।




Post a Comment

0 Comments