কে বাঁচায় কে বাঁচে গল্পের ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর

"কে বাঁচায় কে বাঁচে" গল্পের ২০ টি প্রশ্ন 

                                 প্রথম পর্ব

১। 'কে বাঁচায় কে বাঁচে'- গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

উ:- ভৈরব পত্রিকায়।


২। কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন পটভূমিতে রচিত ?

উ:- পঞ্চাশের মন্বন্তর (১৯৪৩)।


৩। মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল ?

উ:- অফিসে যাওয়ার পথে ফুটপাতে ।


৪। মৃত্যুঞ্জয় কিসে করে অফিসে যায় ?

উ:- ট্রামে করে ।


৫। মৃত্যুঞ্জয়ের বাড়ির শহরের কোন অঞ্চলে ?

উ:- নিরিবিলি অঞ্চলে ।


৬। মৃত্যুঞ্জয় সংসারের বাজার করে দেয় কে ?

উ:- মৃত্যুঞ্জয়ের ছোট ভাই ও চাকর।


৭। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় ?

উ:- শরীরে প্রতিক্রিয়া শুরু হয় ।


৮। নিখিলের তুলনায় মৃত্যুঞ্জয় কত টাকা মাইনে বেশি পায় ?

উ:- ৫০টাকা।


৯। নিখিল কেমন প্রকৃতির মানুষ ?

উ:- নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ,একটু অলস প্রকৃতির মানুষ।


১০। 'সংসারে তার নাকি মন নেই।'- তার মন কিসে ছিল ?

উ:- তার অর্থাৎ নিখিলের মন বই পড়া ও একটা কাল্পনিক চিন্তা জগতের মধ্যে ছিল।


১১। মৃত্যুঞ্জয় কেমন স্বভাবের মানুষ ?

উ:- মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত ,দরদী, সহজ, সরল ভালো মানুষ।


১২। "এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল"- কে কি করে এসেছিল ?

উ:- মৃত্যুঞ্জয় ফুটপাতে মৃত্যুর কথা শুনে আর পড়ে এসেছিল।


১৩। "দর্শন তো অনেক আগেই হয়ে যেত সন্দেহ নেই।"- কোন ব্যাপারে সন্দেহ নেই ?

উ:-মৃত্যুঞ্জয়ের ফুটপাতে অনাহারে মৃত্যুর দর্শন হয়ে যেত এ ব্যাপারে কোন সন্দেহ নেই।


১৪।নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চাই ?

উ:- নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা কাল্পনিক চিন্তাজগতে গড়ে তুলে কাটিয়ে দিতে চায়।


১৫। কি কারণে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ?

উ:-  নিরীহ, শান্ত ,সহজ- সরল এবং প্রাচীন ঐতিহ্য আদর্শবাদের জন্য নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে।


১৬।"সেটা আশ্চর্য নয়"- কোন বিষয়টি আশ্চর্য নয় ?

উ:- ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারন সহজবোধ্য ব্যাপারটি নিখিলের কাছে আশ্চর্য নয়।


১৭। "এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ?"- এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে ?

উ:- শহরের ফুটপাতে অসংখ্য মানুষ যখন অনাহারে মারা যাচ্ছ তখন মৃত্যুঞ্জয় চারবেলা পেট পুরে খায় । এটাকে মৃত্যুঞ্জয় অপরাধ বলে মনে করেছে।


১৮। "শত ধিক আমাকে।"-মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছো কেন ?

উ:- শহরের ফুটপাতে অনাহারে মৃত্যুর কথা জানার পরেও সে চারবেলা পেটপুরে খেয়েছে এবং লোকের অভাবে রিলিফ ওয়ার্ক না হওয়া সত্ত্বেও সে অবসর জীবন কাটাচ্ছে। এটা ভেবেই সে নিজেকে ধিক্কার দিয়েছে।

১৯। 'মনটা খারাপ হয়ে যায়।'- কার কেন মন খারাপ হয়ে যায় ?

উ:- প্রশ্নে উদ্ধৃত অংশে নিখিলের মন খারাপের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করতে দেখে নিখিলের মন খারাপ হয়ে যায় সে ভাবে দলের চেয়ে ছোঁয়াচে এজগতে আর কিছু নেই।

২০। "এ আগুন নিভে না।"- কোন আগুনের কথা বলা হয়েছে ?

উ:- এখানে ক্ষুধার আগুনের কথা বলা হয়েছে।


                       প্রশ্ন ও উত্তর নির্মানে

                            নৃপেন মাহাতো

                            M.A (B.Ed) 

                          M-7001009577



Post a Comment

1 Comments