পদান্তর বা পদ পরিবর্তন
এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন
মনের ভাব প্রকাশ করে তাকে বলে শব্দ । শব্দ দ্বারা বাক্য গঠন হয় না । বাক্য গঠনের জন্য
প্রয়োজন পদ । পদ বলতে বোঝাই বিভক্তি যুক্ত শব্দকে । শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে
তাকে পদ বলে ।
প্রতিটি পদের প্রয়োগ বৈচিত্র ও নিজস্ব
পরিচয় আছে ।
পদ্গুলি বাক্যে কখনো বিশেষ্য ,বিশেষন
, সর্বনাম, অব্যয়, কখনো বা ক্রিয়া রূপে ব্যাবহৃত হয় । আমরা আমাদের প্রয়োজন মতো বিশেষ্য
পদকে কখনো বিশেষণ বা বিশেষণ পদকে বিশেষ্য পদ হিসেবে ব্যবহার করি । ব্যাকরণবিদগণ এই
প্রক্রিয়াকে বলেছেন পদ পরিবর্তন বা পদের বর্গান্তর ।
যেমন “ভালো” একটি বিশেষণ পদ কিন্তু
এই পদটিকে বাক্যে বিশেষ্য পদ হিসেবে ব্যাবহার করলে হবে – কারো ভালো করতে নেই ।
আসুন দেখে নেওয়া যাক পদ পরিবর্তন বা পদান্তরের কিছু নমুনা ঃ-
অ
১। অকস্মাৎ ------------- আকস্মিক
২। অক্ষর ---------- আক্ষরিক
৩। অগ্নি
------ আগ্নেয়
৪। অগ্র
------- অগ্রিম
৫। অঙ্গ ------------ আঙ্গিক
৬। অতিথি ----- আতিথেয়
৭। অর্থ ------ আর্থিক
৮। অধিকার
------ অধিকৃত
৯। অধিষ্ঠান ------ অধিষ্ঠিত
১০। অধুনা
------- আধুনিক
১১। অধ্যয়ন -------- অধীত
১২। অন্ত ------- অন্তিম
১৩। অন্তর
----- আন্তরিক
১৪। অনুগমন ------- অনুগত
১৫। অনুরোধ ------ অনুরুদ্ধ
১৬।অনুসরণ
------- অনুসৃত
১৭। অনুষঙ্গ------- আনুষঙ্গিক
১৮। অন্তর্ধান ------ অন্তর্হিত
১৯। অনুবাদ-------- অনূদিত
২০। অনুমান------ আনুমানিক
২১। অনুগ্রহ ------- অনুগৃহীত
২২। অনুরাগ------ অনুরক্ত
২৩। অনুরোধ-------- অনুরুদ্ধ
২৪। অনুষ্ঠান ------- অনুষ্ঠিত
২৫। অনুভব ------- অনুভূত
২৬। অণু
-------- আণবিক
২৭। অপসারণ ------- অপসারিত
২৮। অপেক্ষা ----‐- আপেক্ষিক
২৯। অপমান
------- অপমানিত
৩০। অবগুণ্ঠন ----- অবগুণ্ঠিত
৩১। অবধারণা ----- অবধারিত
৩২। অবসাদ ------- অবসন্ন
৩৩। অবসান
-------- অবসিত
৩৪। অবশেষ -------
অবশিষ্ট
৩৫। অবিনাশ ------- অবিনশ্বর
৩৬। অবজ্ঞা ------ অবজ্ঞেয়
৩৭। অভ্যাস---- অভ্যস্ত
৩৮। অভিধা
--------- অভিহিত
৩৯। অভিযোগ ------- অভিযুক্ত
৪০। অভিধান ------- আভিধানিক
৪১। অভিপ্রায়------- অভিপ্রেত
৪২। অভেদ
---------- অভিন্ন
৪৩। অভিলাষ ------ অভিলসিত
৪৪। অভিজাত ----- অভিজাত্য
৪৫। অভিষেক ------- অভিষিক্ত
৪৬। অরণ্য ------ আরণ্যক
৪৭। অরুণ
------ অরুনিমা
৪৮। অলংকার -------- অলংকৃত
৪৯। অলস ------- আলস্য
৫০। অশিক্ষা --------- অশিক্ষিত
৫১। অসুর ------- আসরিক
৫২। অংশ ------- আংশিক
অকর্মণ্য
----- অকর্মণ্যতা
অকালপক্ক ----- অকালপক্কতা
অক্লান্ত ---- অক্লান্তি
অনুকূল
-------- আনুকূল্য
অধিক
------- আধিক্য
অধীন ----- অধীনতা
অধিপতি
-------- আধিপত্য
অভিশপ্ত ------ অভিশাপ
অখণ্ড
------- অখণ্ডতা
আ
আইন
-------- আইনি
আকাশ
------- আকাশি
আকৃতি
------- আকৃত
আকর্ষণ ------- আকৃষ্ট
আক্রমণ
------ আক্রান্ত
আঘাত
-------- আহত
আঘ্রাণ ------
আঘ্রাত
আতপ -------
আতপ্ত
আত্মা ---- আত্মীয়
আদেশ
-------- আদিষ্ট
আদর ------- আদুরে
আধান
--------- আহিত
আনন্দ
-------- আনন্দিত
আপ্যায়ন -------- আপ্যায়িত
আবরণ
-------- আবৃত
আমোদ ------- আমোদিত
আরম্ভ
---------- আরম্ভিত
আরোহণ
------ আরূঢ়
আলস্য
-------- অলস
আলোক---------
আলোকিত
আসন ------ আসীন
আসক্ত ----- আসক্তি
আশ্রম
--------- আশ্রমিক
আশ্রয়
--------- আশ্রিত
আশ্বাস
-------- আশ্বস্ত
আসন
---------- আসীন
আহার -------
আহার্য
আহ্বান
------- আহুত
ই
ইচ্ছা -------- ঐচ্ছিক
ইতিহাস ------- ঐতিহাসিক
ইন্দ্র
------------ ঐন্দ্র
ইন্দ্রজাল
----- ঐন্দ্রজালিক
ইন্দ্রিয়
--------- ঐন্দ্রিয়
ইষ্টি ------- ইষ্ট
ইহ
------------- ঐহিক
ইহলোক ---- ইহলৌকিক
ঈ
ঈশ্বর ------- ঐশ্বরিক
ঈশ------ ঐশ
ঈক্ষণ ------ ঈক্ষিত
উ
উক্তি ------
উক্ত
উজান ------- উজানি
উত্তর
---------- উত্তুরে
উত্তাপ -------- উত্তপ্ত
উত্তেজনা
-------- উত্তেজিত
উত্তরণ ------ উত্তীর্ণ
উৎকণ্ঠা
------- উৎকণ্ঠিত
উৎকর্ষ
-------- উৎকৃষ্ট
উৎসর্গ ------ উৎসর্গিত
উৎসাহ ----- উৎসাহিত
উৎকর্ষ -------
উৎকৃষ্ট
উদ্ধার
--------- উদ্ধৃত
উদ্ভাবনা
------ উদ্ভাবিত
উদর---------
ঔদরিক
উদ্ভব ------ উদ্ভূত
উদ্দেশ ------- উদ্দিষ্ট
উদ্যম
------- উদ্যমী
উপনিষদ
----- ঔপনিষদিক
উপস্থিতি
----- উপস্থিত
উদ্ভব ------ উদ্ভূত
উদ্দেশ ------- উদ্দিষ্ট
উপমা ------ উপমিত
উপহাস ------- উপহসিত
উপকার ------- উপকৃত
উপভোগ ------- উপভোগ্য
উপার্জন ------ উপার্জিত
ঋ
ঋজু ------ ঋজুতা
ঋদ্ধি
---------- ঋদ্ধ
ঋষি
---------- আর্য
এ
একতা
------- এক
এষনা ----- এষিত
ও
ওষ্ঠ
----------- ঔষ্ঠ্য
ঔ
ঔচিত্য
------- উচিত
ঔদার্য
-------- উদার
ঔদাস্য
------ উদাস
ঔষ্ঠ্য ------ ঔষ্ঠ
ক
কথা
---------- কথিত
কাগজ
------- কাগুজে
কাজ
--------- কেজো
কণ্টক ----- কণ্টকিত
কোণ ------
কৌণিক
কেতাব --------
কেতাবি
কৌতূহল --------- কৌতূহলী
কোপ
--------- কুপিত
কন্যা
--------- কানীন
কর্ম ----- কর্মী
কর্ষণ
--------- কর্ষিত
ক্লান্তি
---------- ক্লান্ত
কাপড়
-------- কাপুড়ে
কাব্য ------- কাব্যিক
কামনা
-------- কাম্য
কল্পনা
-------- কাল্পনিক
কলঙ্ক ----
কলঙ্কিত
ক্লেদ
----------- ক্লিন্ন
ক্লেশ
----------- ক্লিষ্ট
কুসুম ----- কুসুমিত
কায়েম ------ কায়েমি
কেশ
---------- কৈশি
ক্রম --------- ক্রমিক
ক্ষণ
------------ ক্ষণিক
ক্ষোভ
--------- ক্ষুব্ধ
গ
গঙ্গা
----------- গাঙ্গেয়
গঠন
---------- গঠিত
গমন
---------- গম্য
গাঁ ------------ গেঁয়ো
গাছ
----------- গেছো
গান
----------- গেয়
গিরি ------- গৈরিক
গোপন ------ গোপনীয়
গৃহস্থ
---------- গার্হস্থ্য
গ্যাস
---------- গ্যাসীয়
গ্রহণ
---------- গৃহীত
গ্রন্থন ---- গ্রন্থিত
গ্রাম
----------- গ্রাম্য
গ্রাস
----------- গ্রস্ত
গৌরব ----- গৌরবান্বিত
ঘ
ঘা ------------ ঘেয়ো
ঘর
------------- ঘরোয়া
ঘাট
---------- ঘেটো
ঘৃণা ------ ঘৃণিত
ঘনত্ব
----------- ঘন
ঘুম ------- ঘুমন্ত
ঘাস
---------- ঘেসো
চ
চির ----- চিরন্তন
চিন ----- চৈনিক
চিত্র ---- চিত্রিত
চন্দ্র ----- চান্দ্র
চিন্তা
------ চিন্তনীয়
চর্বণ ------ চর্বিত
চমৎকার
----- চমৎকৃত
চরিত্র ----- চারিত্রিক
চতুর ---- চাতুর্য
চ্যূত ----- চ্যূতি
চূর্ণ ----- চূর্ণিত
চোর ---- চোরাই
ছ
ছন্দ
--------- ছন্দোময়/
ছান্দিক
ছেদ --------- ছিন্ন
জ
জগৎ -------- জাগতিক
জন্ম --------- জাত
জবাব
-------- জবাবি
জল
--------- জলীয়
জীব
--------- জৈব
জীবন
------- জৈবনিক
জ্ঞান ---- জ্ঞানী
ঝ
ঝগড়া ---- ঝগড়ুটে
ঝুল ----- ঝুলন্ত
ঝড়
---------- ঝড়ো
ত
তাপ
----- তপ্ত
তত্ত্ব ------- তাত্ত্বিক
তন্দ্রা ------- তন্দ্রালু
ত্রাস
--------- ত্রস্ত
তেল
---- তৈলাক্ত
তিরোধান ----- তিরোহিত
ত্বরা ------ ত্বরিত
তরল ---- তারল্য
থ
থমথম ----- থমথমে
দ
দখল
-------- দখলি
দম্ভ
---------- দাম্ভিক
দর্শন
-------- দর্শনীয়
দল --------
দলীয়
দহন
--------- দাহ্য
দাম
--------- দামি
দাঁত
---------- দেঁতো
দিন
----------- দৈনিক
দুঃখ
----------- দুঃখিত
দেশ
-------- দেশীয়
দৈর্ঘ্য
--------- দীর্ঘ
দোষ
-------- দুষ্ট
দ্বন্দ্ব
---------- দ্বান্দ্বিক
দেব ---- দৈব
দেহ -----
দৈহিক
দেশ----- দেশি
দান ----- দাতা
ধ
ধান ---- ধেনো
ধ্যান ---
ধ্যানী
ধৈর্য
---------- ধীর
ধারণ ------ ধৃত
ন
নগর
--------- নাগরিক
নাম
---------- নামি
নাশ
---------- নশ্বর/নষ্ট
নিয়ম ----- নিয়মিত
নিধন
--------- নিহত
নিধান
-------- নিহিত
নিমিত্ত
------- নৈমিত্তিক
নিয়ম
-------- নিয়মিত
নিরাপত্তা
----- নিরাপদ
নির্গমন
------- নির্গত
নির্দেশ ------- নির্দিষ্ট
নির্মাণ
-------- নির্মিতি
নুন
------------ নোনা
নৌ
------------ নাব্য
প
পতন ---- পতিত
পথ
------- পাথেয়
পল্লব ------ পল্লবিত
পরিত্যাগ-----
পরিত্যক্ত/পরিত্যাজ্য
পরিবার
----- পারিবারিক
পশু
-------- পাশবিক
পাঠ ----- পাঠ্য
পাহাড়
----- পাহাড়ি
পিতা
------- পৈতৃক
পৃথিবী
----- পার্থিব
প্রকৃতি
----- প্রাকৃতিক
প্রণাম
------- প্রণত
প্রতিষ্ঠা
----- প্রতিষ্ঠিত
প্রত্যাগমন - প্রত্যাগত
প্রদর্শন
------- প্রদর্শিত
প্রবেশ
------- প্রবিষ্ট
প্রমাণ
------- প্রামাণ্য
প্রলোভন
--- প্রলুব্ধ
প্রসিদ্ধি
----- প্রসিদ্ধ
প্রাচুর্য
------- প্রচুর
প্রাধান্য
----- প্রধান
প্রাবল্য
----- প্রবল
প্রারম্ভ
------ প্রারম্ভিক
ফ
ফল
--------- ফলিত
ফুল
--------- ফুলেল
ব
বঙ্গ ----- বঙ্গীয়
বিভাগ-----
বিভাগীয়
বৎস
-------- বৎসল
বৎসর-------
বাৎসরিক
বন
---------- বন্য
বন্ধু
-------- বন্ধুসুলভ
বপন
------- উপ্ত
বর্জন
------- বর্জিত
বর্ণনা
------- বর্ণিত
বর্ধন
-------- বর্ধিত
বসন্ত ------- বাসন্তী
বস্তু
---------- বাস্তব
বাহন
------ বাহিত
বাজার
----- বাজারি
বায়ু
--------- বায়বীয়
বালি
--------- বেলে
বিশেষণ
------ বিশেষিত
বিকার
-------- বিকৃত
বিকিরণ
----- বিকিরিত
বিক্রয়/বিক্রি - বিক্রীত
বিদ্যা ------ বিদ্বান
বিঘ্ন
--------- বিঘ্নিত
বিচার
------- বিচার্য
বিপর্যয়
------ বিপর্যস্ত
বিড়ম্বনা
----- বিড়ম্বিত
বিধান
------- বিহিত
বিধি -------- বৈধ
বিনাশ
------ বিনষ্ট
বিপদ ------
বিপন্ন
বিভেদ
------ বিভিন্ন
বিশ্রাম
------- বিশ্রান্ত
বিশ্বাস
------- বিশ্বস্ত
বিশ্লেষণ
----- বিশ্লিষ্ট
বিষাদ
-------- বিষণ্ণ
বুদ্ধ
---------- বৌদ্ধ
বুদ্ধি -------- বুদ্ধিমান
বৃহস্পতি
----- বার্হস্পত্য
বেদ ---------- বৈদিক
বৈশাখ
------- বৈশাখী
ব্যয়
----------- ব্যয়িত
ব্যাঘাত
------- ব্যাহত
ব্যাপ্তি
--------- ব্যাপ্ত
ব্যবধান ------ ব্যবহিত
ভ
ভক্তি
--------- ভক্ত
ভয়
------------ ভয়ানক/ভীত
ভাত
---------- ভেতো
ভূত
----------- ভৌতিক
ভেদ
---------- ভেদ্য
ভোর -------- ভোরাই
ভ্রমণ
--------- ভ্রাম্যমাণ
ম
মন
------------ মানসিক
মন্ত্র
------------ মন্ত্রপূত
মজা ---- মজাদার
মাছ ---------- মেছো
মাটি
---------- মেটে
মাঠ
---------- মেঠো
মায়া
---------- মায়াবী/মায়িক
মাস
----------- মাসিক
মিথ্যে
--------- মিথ্যুক
মুক্তি
---------- মুক্ত
মুখ
----------- মৌখিক
মেঘ
----------- মেঘলা
মোহ
---------- মুগ্ধ
মৌন ------ মৌনী
য
যুদ্ধ -----
যোদ্ধা
যন্ত্র
------------ যান্ত্রিক
যাচনা
-------- যাচিত
র
রচনা
-------- রচিত
রং ---- রঙিন
রাখাল
------- রাখালিয়া
রাগ ---------- রাগত
রাজা
--------- রাজকীয়
রেখা
--------- রৈখিক
রোগ
---------- রুগ্ন
ল
লড়াই ------- লড়াকু
লক্ষ ------- লক্ষিত
লজ্জা
------- লজ্জিত
লিখন
-------- লিখিত
লেপন --------
লিপ্ত
লোক -------- লৌকিক
লোপ
--------- লুপ্ত
লোভ
--------- লুব্ধ
লোম
--------- লোমশ
শ
শরীর
----- শারীরিক
শব্দ
----------- শাব্দিক
শ্রদ্ধা --------
শ্রদ্ধেয়
শরৎ
--------- শারদীয়/শারদীয়া
শহর
---------- শহুরে
শাস্ত্র
---------- শাস্ত্রীয়
শিক্ষা
--------- শিক্ষিত
শোধন
-------- শোধিত
শোভা
-------- শোভিত
শ্রবণ
---------- শ্রুত
শান্তি ------ শান্ত
স
সাধন ---- সাধিত
সংখ্যা
--------- সাংখ্য
সংঘাত
------- সাংঘাতিক
সংযম -------- সংযত
সংক্ষেপ ----- সংক্ষিপ্ত
সংস্থাপন
---- সংস্থাপিত
সিন্ধু
---------- সৈন্ধব
সঙ্গ ----- সঙ্গী
সঙ্গম
---------- সঙ্গত
সন্নিধান
------ সন্নিহিত
সপ্তাহ
--------- সাপ্তাহিক
সময়
---------- সাময়িক
সমর
---------- সামরিক
সমাধি
-------- সমাধিস্থ
সমাজ --
---- সামাজিক
সম্পদ
-------- সম্পন্ন
সর্বনাশ
------ সর্বনেশে
সহন
--------- সহ্য/ সহনীয়
সাঁওতাল
--- সাঁওতালি
সাদৃশ্য
------ সদৃশ
সুখ
---------- সুখী
সুর
----------- সুরেলা
সূর্য
---------- সৌর
সেচ
--------- সিক্ত
সৌজন্য
----- সুজন
সৌষ্ঠব
------- সুষ্ঠু
স্থিতি
--------- স্থির
স্নান
---------- স্নাত
স্নেহ
--------- স্নিগ্ধ
স্বপ্ন
----------- স্বপ্নিল
স্বর্গ
----------- স্বর্গীয়
স্বর্ণ ----------
স্বর্ণালি
হ
হিম------
হিমেল
হরণ
---------- হৃত
হাট
----------- হাটুরে
হাত
---------- হাতুড়ে
হিসাব ----- হিসাবি
হিংসা
-------- হিংসুটে/হিংসাত্মক
হৃদয়
--------- হার্দিক
হেমন্ত ---- হৈমন্তিক
0 Comments