বঙ্গানুবাদ
👉👉 ছাত্রজীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটিই হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটি ছাত্র আজকে যুবক, কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে। তার নানারকমের কর্তব্য আছে। সব কর্তব্যই তার সুষ্ঠুভাবে পালন করা উচিত। ছাত্র হিসেবে তার প্রাথমিক কর্তব্য পড়াশােনা করা এবং জ্ঞান অর্জন করা। পাঠের প্রতি তার মনােযােগী হওয়া প্রয়ােজন।
২। Discipline is of great importance in student life. Students should be taught to realise that the observance of discipline is a sacred duty of theirs. They should respect their superiors, work regularly and methodically and behave properly at home as well as at school. They should also cultivate the habit of punctuality and good manners. If the students go without discipline at the preparatory stage of their life, they fall miserably in their struggle for existence and come to grief in the long run.
👉👉 ছাত্রজীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলা পালন যে তাদের একান্ত কর্তব্য তা ছাত্রদের উপলব্ধি করতে শেখানাে উচিত। তাদের উচিত বড়ােদের শ্রদ্ধা করা, নিয়মিত ও নিয়মমাফিক কাজ করা এবং বাড়িতে ও বিদ্যালয়ে যথাযথ ব্যবহার করা। সময়নিষ্ঠা ও সদাচারের অভ্যাসও তাদের অনুশীলন করা কর্তব্য। যদি ছাত্ররা তাদের জীবনের প্রস্তুতিপর্বে শৃঙ্খলা ছাড়া চলে, তা হলে জীবনসংগ্রামে তারা শােচনীয়ভাবে ব্যর্থ হয় এবং পরিণামে দুঃখ পায়।
৩। We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way.
👉👉 জীবনে সমৃদ্ধিশালী হতে আমরা সচেষ্ট হব। কিন্তু নৈতিকতার বােধকে আমরা বিসর্জন দেব না। যদি আমরা অসাধুতার সঙ্গে আপস করি, তাহলে আত্মসম্মান রাখা কঠিন হবে। সেজন্য যথার্থ পথ নির্বাচন গুরুত্বপূর্ণ।
৪। Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. Twentieth century was an age of newspapers. Through newspapers we gather information about different countries of the world.
👉👉খবরের কাগজ পড়া আমাদের জীবনের প্রয়ােজনীয় অংশ হয়ে পড়েছে। যখন আমরা সকালে উঠি, আমরা সাগ্রহে অপেক্ষা করি খবর কাগজের জন্য। বিংশ শতাব্দী হলাে খবর কাগজের যুগ। খবর কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের খবরাখবর পেয়ে থাকি।
৫। Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made.
👉👉বাড়িই প্রথম শিক্ষালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সেবাড়িতে দেখে,শোনে ও শিখতে শুরু করে। বাড়িই তার চরিত্র গড়ে। সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে সুন্দর ঘরােয়া পরিবেশে।
NRIPENN MAHATO
M.A, B.Ed in Bengali
P.TET & U.P.TET QUALIFIED M:-7001009577
0 Comments