বাঙালির চিত্রকলা MCQ প্রশ্ন উত্তর।
১। বাংলার প্রাচীন চিত্রকলার নিদর্শন পাওয়া যায় কোন রাজাদের আমলে ?
(ক) সেন রাজা
(খ) পাল রাজা
(গ) গুপ্ত রাজা
(ঘ) মুঘল রাজা
উঃ - ✍️ পাল রাজা
২। 'অষ্টসহস্রিকা-প্রজ্ঞাপারমিতা' নামের তালপাতায় কতগুলি রঙিন ছবি চিত্রিত ছিল ?
(ক) ৮ টি
(খ) ১০টি
(গ) ১২ টি
(ঘ) ১৫টি
উঃ -✍️ ১২ টি ।
৩। কোন রাজার সময়ে অষ্টাসহস্রিকা- প্রজ্ঞাপারমিতা নামে বারোটি ছবি চিত্রিত হয়েছিল ?
(ক) প্রথম মহীপাল
(খ) গোপাল
(গ) ধর্মপাল
(ঘ) দ্বিতীয় মহীপাল।
উঃ -✍️ প্রথম মহীপাল।
৪। পাল যুগে হলুদ রঙের জন্য কী ব্যবহার করা হতো ?
(ক) কাঁচা হলুদ
(খ)হরিতাল
(গ) নীল ও হলুদের মিশ্রণ
(ঘ) হলুদ ফুল।
উঃ - ✍️ হরিতাল
৫। বাংলার প্রচীনতম ছবির নিদর্শন কোনটি ?
(ক) ইসকন্দর নামা
(খ)অষ্টসহস্রিকা-প্রজ্ঞাপারমিতা
(গ) শ্বেত অভিসারিকা
(ঘ)কৃষ্ণলীলা সিরিজ
উঃ -✍️অষ্টসহস্রিকা-প্রজ্ঞাপারমিতা
৬। নসরৎ শাহের আমলে কোন চিত্রশিল্প এসে পৌঁছেছিল ?
(ক) মিশরীয় চিত্রশিল্প
(খ) জাপানী চিত্রশিল্প
(গ) পার্সিক চিত্রশিল্প
(ঘ) চীনা চিত্রশিল্প
উঃ-✍️ পার্সিক চিত্রশিল্প
৭। মুর্শিদাবাদের শিল্পীরা কিসের উপর ছবি আঁকতেন ?
(ক) তালপাতার উপর
(খ) পাথরের উপর
(গ) হাতির দাঁতের উপর
(ঘ) অভ্রফলকের উপর
উঃ - ✍️ অভ্রফলকের উপর।
৮। প্রাচীন যুগে নীল আর হলুদের মিশ্রণে কি রং তৈরি করা হতো ?
(ক) লাল
(খ) সবুজ
(গ) নীল
(ঘ) কালো
উঃ - ✍️ সবুজ
৯। কোম্পানি শৈলীর প্রথম নিদর্শন পাওয়া যায় কোথায় ?
(ক) অজন্তায়
(খ) বৌদ্ধ বিহারে
(গ) লক্ষ্নৈতে
(ঘ) তাঞ্জোরে।
উঃ - ✍️ তাঞ্জোরে।
বাংলা গানের ধারা MCQ ও SAQ প্রশ্ন -উত্তর জানতে ক্লিক করো লেখার উপরে।
১০। মুর্শিদাবাদে কখন কোম্পানির শৈলীর চিত্রধারা ছড়িয়ে পড়ল ?
(ক) অষ্টাদশ শতকে
(খ) ঊনবিংশ শতকে
(গ) সপ্তদশ শতকে
(ঘ) পঞ্চদশ শতকে
উঃ -✍️ অষ্টাদশ শতকে।
১১। 'ইস্কন্দর নামা'-তে কোন চিত্রকলার ঐতিহ্য লক্ষ্য করা যায় ?
(ক) মোঘল চিত্রকলা
(খ) কোম্পানির শৈলী
(গ) কালিঘাট শৈলী
(ঘ) পার্সিক চিত্র শৈলী
উঃ - ✍️ পার্সিক চিত্রশৈলী।
১২। নিজামী রচিত 'ইসকন্দরনামা' সুলতান নুসরত শাহ এর জন্য কে কপি করেন ?
(ক) হামিদ খান
(খ) ইউসুফ আলী
(গ) রসিদ খান
(ঘ) মহম্মদ আলি।
উঃ -✍️ হামিদ খান ।
১৩। দরবারী মোগল চিত্রকলার সূচনা ঘটে কোন মোগল সম্রাটের আগ্রহে ?
(ক) বাবর
(খ) আকবর
(গ) জাহাঙ্গীর
(ঘ) ঔরঙ্গজেব।
উঃ - ✍️ আকবর।
১৪। মহরম ও খাজা খিজির উপলক্ষে সমস্ত মুর্শিদাবাদকে আলোকসজ্জায় সাজিয়ে তুলতেন কে ?
(ক) মুর্শিদকুলি খাঁ
(খ) আলিবর্দী খাঁ
(গ) সিরাজদ্দৌলা
(ঘ) মীর কাশেম।
উঃ - ✍️ মুর্শিদকুলি খাঁ ।
১৫। মুর্শিদাবাদ শৈলী শ্রেষ্ঠ সময় বলা হয় কোন সময়কে ?
(ক) মুর্শিদকুলি খাঁর সময়কে
(খ) আলিবর্দী খাঁর সময়কে
(গ) মীর কাসেমের সময়কে
(ঘ) সিরাজদ্দৌলার সময়কে।
উঃ - ✍️ আলিবর্দী খাঁর সময়কে।
১৬। দিল্লি ও আগ্রাতে কোম্পানির শৈলীর প্রসার ঘটে কোন সময় ?
(খ) অষ্টাদশ শতকে
(খ) ঊনবিংশ শতকে
(গ) সপ্তদশ শতকে
(ঘ) পঞ্চদশ শতকে।
উঃ - ✍️ ঊনবিংশ শতকে।
১৭। অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে কি বলা হয় ?
(ক) ওয়াশ
(খ) গুয়াস
(গ) ড্রইং
(ঘ) প্যাস্টেল
উঃ - ✍️ গুয়াস।
১৮। দিল্লির শিল্পীরা কিসের উপর ছবি আঁকতেন ?
(ক) অভ্রের উপর
(খ) তালপাতার উপর
(গ) হাতির দাঁতের উপর
(ঘ) মাটির উপর।
উঃ - ✍️ হাতির দাঁতের উপর।
১৯। পট শব্দটির অভিধানে অর্থ কি ?
(ক) পাত্র
(খ) পুস্তক
(গ) চিত্র
(ঘ) পতাকা
উঃ - ✍️ চিত্র ।
২০। সপ্তম শতকের কোন গ্রন্থে পটুয়াদের উল্লেখ আছে ?
(ক) বুদ্ধচরিত
(খ) ইস্কন্দরনামা
(গ) রঘুবংশ
(ঘ) হর্ষচরিত
উঃ - ✍️ হর্ষচরিত
২১। কোন সময় পট শিল্প বিস্তার লাভ করে ?
(ক) সপ্তম শতকে
(খ) দশম-একাদশ শতকে
(গ) পঞ্চদশ-ষোড়শ শতকে
(ঘ)দ্বাদশ-ত্রয়োদশ শতকে।
উঃ-✍️ দ্বাদশ-ত্রয়োদশ শতকে।
২২। কোন সময় গাজীর পটের প্রবর্তন হয় ?
(ক) পঞ্চদশ শতকে
(খ) ষোড়শ শতকে
(গ) সপ্তদশ শতকে
(ঘ) দ্বাদশ শতকে।
উঃ -✍️ পঞ্চদশ শতকে।
২৩। গ্রামে গ্রামে ঘুরে গানের সুরে পটের কাহিনী বর্ণনা করতেন কোন সম্প্রদায়ের লোকেরা ?
(ক) পটুয়া সম্প্রদায়ের লোকরা
(খ) বেদে সম্প্রদায়ের লোকেরা
(গ) মুসলিম সম্প্রদায়ের লোকেরা
(ঘ) ডোম সম্প্রদায়ের লোকেরা।
উঃ - ✍️ বেদে সম্প্রদায়ের লোকেরা।
২৪। কালীঘাটের পট কোন সময় প্রশিক্ষণ লাভ করে ?
(ক) উনিশ শতকে
(খ) অষ্টাদশ শতকে
(গ) বিংশ শতকে
(ঘ) সপ্তদশ শতকে
উঃ - ✍️ উনিশ শতকে ।
২৫। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন ?
(ক) পাবলো নেরুদা
(খ) ফার্নান্দ লেজ
(গ) পাবলো পিকাসো
(ঘ) রাফায়েল।
উঃ -✍️ পাবলো পিকাসো।
২৬। ষোড়শ শতকে কোন মহাপুরুষের বাণী প্রচারে পট ব্যবহৃত হত ?
(ক) বুদ্ধের
(খ) কবিরের
(গ) গুরু নানকের
(ঘ) চৈতন্য মহাপ্রভুর।
উঃ - ✍️ চৈতন্য মহাপ্রভুর।
২৭। কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন বিখ্যাত শিল্পীর ছবিতে ?
(ক) পাবলো পিকাসোর
(খ) ফার্নান্দ লেজের
(গ) পাবলো নেরুদার
(ঘ) উইলিয়াম ড্যানিয়েলর
উঃ -✍️ ফার্নান্দ লেজের।
২৮। মেকানিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৮৩০ সালে
(খ) ১৮৪৯ সালে
(গ) ১৯৩৯ সালে
(ঘ) ১৮৩৯ সালে।
উঃ - ✍️ ১৮৩৯ সালে।
২৯। মোহন্ত ও এলোকেশী কোন পট শিল্পের উদাহরণ ?
(ক) কালীঘাট পট
(খ) গাজীর পট
(গ) সত্যপীরের পট
(ঘ) কোম্পানির শৈলীর পট।
উঃ - ✍️ কালীঘাটের পট।
৩০। লন্ডনে কবে গ্রেট এক্সিবিশনে ভারতীয় চিত্রকলা প্রদর্শিত হয় ?
(ক) ১৮৩৯ সালে
(খ) ১৮৫০ সালে
(গ) ১৮৫১ সালে
(ঘ) ১৮৫৬ সালে।
উঃ -✍️ ১৮৫১ সালে।
* ভাত গল্পের বড়ো পিসিমা চরিত্রটি আলোচনা কর।
* বাংলা চিত্রকলায় যামিনী রায় এর অবদান লেখ।
নৃপেন স্যার
বাংলা M.A,B.Ed
M:-7001009577
0 Comments