'এ সংসারের সব কিছু চলে বড়ো পিসিমার নিয়মে।'- বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা লেখ ।

 


'এ সংসারের সব কিছু চলে বড়ো পিসিমার নিয়মে।'- বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা লেখ । ১+৪= ৫


উঃ:- মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র হলো বড় পিসিমা গল্পে লেখিকা তার নামকরণ করেন নি বড় বাড়ির কর্ত্রী হিসেবে সংসারের সমস্ত কিছু নিয়ম অনুসারে গল্পে তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলি ফুটে উঠেছে সেগুলো


১। কর্তব্য পরায়ন :-  বড়ো পিসিমার মা মারা যাওয়ার পর তার বাবা একা সংসারের দায়িত্ব সামলাতে পারছিলেন না । তাই পিসিমাকে সংসারের সমস্ত দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই থেকে হেঁসেল সামলানো থেকে শুরু করে ভাড়া বাড়িতে মিস্ত্রি লাগানো সমস্ত কাজেই পিসিমা নিজে করেন। বাবার আমল পেরিয়ে দাদার আমলেও এ সং সারে পিসিমার কর্তৃত্ব অক্ষুন্ন আছে। বাড়ির সমস্ত সদস্য পিসীমার কথা মেনে চলে।


২। অভিভাবকত্ব :- একান্নবর্তী পরিবারের অভিভাবকরা যে রকম হয়, বড়ো পিসিমাকে গল্পে সেই ভাবেই দেখা গেছে । সংসারের সব দিকে তার তীক্ষ্ণ নজর ছিল । বাড়িতে হোম যজ্ঞের আয়োজন করা, কাঠ কাটার জন্য উৎসবকে নিয়োগ করা, বাড়ির একটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব বন্টন করে দেওয়া, অশৌচ বাড়ির ভাত ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া, প্রভৃতি কাজ দেখে বোঝা যায় বড়ো পিসিমা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাড়ির সমস্ত কাজ করে চলেছেন।



৩। ঈশ্বরানুগত:- বড়ো বাড়ির অবিভাবক হলেও গল্পে বড় পিসিমা এর পরিচয় 'দেবতার সেবিকা' হিসাবে । নিজে থেকেই তিনি শিবকে পতিদেবতা হিসেবে মেনে নিয়েছেন , তাই মানুষকে তিনি আর বিয়ে করতে চাননি ।



সংস্কারাচ্ছন্ন:- বড়ো পিসিমা সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে গভীরভাবে কুসংস্কারে মগ্ন ছিলেন । লিভার ক্যান্সারে আক্রান্ত দাদাকে বাঁচানোর জন্য ছোট ব‌উ এর বাবাকে ডেকে হোম যজ্ঞের আয়োজন করেছিলেন । বুড়ো কর্তা মারা গেলে বাড়ির সমস্ত রান্না ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।


বাংলা চলচ্চিত্র পরিচালনায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।

 উত্তরটি জানতে এখানে ক্লিক করো।




                            নৃপেন মাহাতো

                    মোঃ - ৭০০১০০৯৫৭৭





Post a Comment

0 Comments