বাংলা গানের ধারা SAQ ও MCQ প্রশ্ন উত্তর

বাংলা গানের ধারা SAQ ও MCQ প্রশ্নের উত্তর ।



১। ভারতীয় বাদ্যযন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায় ?

উঃ- চার ভাগে ভাগ করা যায়।


২। বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন এর নাম কি ?

উঃ- চর্যাপদ ।


৩। চর্যাচর্যবিনিশ্চয় গ্রন্থে মোট কয়টি গান আছে ?

উঃ- ৫১টি । মতান্তরে ৫০টি।


৪। চর্চার গানগুলি কোন সময় রচিত হয় ?

উঃ:- দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে।


৫। চর্যাচর্যবিনিশ্চয় গ্রন্থে চর্যাগানের গুলি কতজন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যের রচনা ?

উঃ- তেইশ জন ।


৬। চর্যার যুগে সংগীতের কয়টি অঙ্গ দেখা যায় ?

উঃ- ছয়টি অঙ্গের।


৭। চর্যাপদ এ ব্যবহৃত দুটি রাগের উল্লেখ করো ।

উঃ- পটমঞ্জরী মালসি।


৮। চর্যাপদ এ কোন রাগ বেশি ব্যবহৃত হয়েছে ?

উঃ- পটমঞ্জরী।


৯। গীতগোবিন্দ কার রচনা ?

উঃ- কবি জয়দেব গোস্বামীর রচনা।


১০। আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন কোনটি ?

উঃ- শ্রীকৃষ্ণ কীর্তন।


১১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কয়টি ?

উঃ- ৪১৮ কি।


১২। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতগুলি রাগ-রাগিণীর ব্যবহার আছে?

উঃ- ৩২ টি ।



*'বাঙালির বিজ্ঞান চর্চা ' সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (MCQ ও SAQ প্রশ্ন ) জানতে ক্লিক করো লেখার উপরে



১৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট কয়টি চরিত্র আছে ? 

উঃ- তিনটি চরিত্র আছে। (১) রাধা (২) কৃষ্ণ। (৩) বড়াই ।


১৪। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন অংশটি ব্যতিক্রম ?

উঃ- রাধাবিরহ অংশটি ।


১৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কার লেখা?

উঃ- বড়ু চন্ডীদাসের রচনা ।


১৬। বাংলা লোকগানের এই একটি বিশিষ্ট শুরু হল........।

উঃ- পাঁচালী ।


১৭। মহাভারতের প্রথম অনুবাদক কে ?

উঃ- কবীন্দ্র পরমেশ্বর দাস ।


১৮। মঙ্গলকাব্য গুলি কোন ছন্দে গাওয়া হয় ??

উঃ- লাচারি নামক লৌকিক ছন্দে গাওয়া হয়।


১৯। মঙ্গলকাব্য আখ্যায়িকা গুলি কয়টি পালায় বিভক্ত ?

উঃ- ১৬টি পালায় বিভক্ত।


২০। মনসামঙ্গল কোথায়, কি নামে পরিচিত ?

উঃ- মনসা মঙ্গলের পালা গুলি - 

       (১) রাঢ় বঙ্গে ঝাপান নামে পরিচিত।

       (২) দক্ষিণবঙ্গে ভাসান নামে পরিচিত।

       (৩) পূর্ববঙ্গে রয়ানী নামে পরিচিত ।

       (৪) উত্তরবঙ্গে সাইটোল বিষহরীর গান বা ডগজিয়ানী / মড়াজিয়ানীপালা নামে পরিচিত ।


২১। বিষয় অনুসারে বৈষ্ণব পদাবলীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ?

উঃ- বিষয় অনুসারে বৈষ্ণব পদাবলীকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় ।এগুলি হল - 

      (১) রাধাকৃষ্ণ প্রণয় পদাবলী ।

      (২) গৌর পদাবলী ।

      (৩) ভজন পদাবলী ।

      (৪) রাগাত্মক পদাবলী ।


২২। বৈষ্ণব সাহিত্যে কোন রস সর্বোৎকৃষ্ট ?

উঃ- শৃঙ্গার বা মধুর রসে ।


২৩। কীর্তন গান কিভাবে গড়ে উঠেছে ?

উঃ- বৈষ্ণব পদাবলীকে আশ্রয় করে কীর্তন গান করে উঠেছে ।


২৪। কীর্তনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?

উঃ- কীর্তনকে দুই ভাগে ভাগ করা যায়।

        (১) নাম কীর্তন বা সংকীর্তন ।

        (২) লীলা কীর্তন বা রসকীর্তন ।


২৫। কীর্তন এর কয়টি অঙ্গ ?

উঃ- ৫টি । কথা, দোঁহা , আখর, তুক, ছুট ।


২৬। কীর্তনে মোট কয়টি রসের সন্ধান পাওয়া যায় ?

উঃ- ৬৪টি রসের ।


২৭। গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো ?

উঃ- প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুসারে যে একটি গৌরপদ গাওয়া হতো তাকে গৌরচন্দ্রিকা বলে।


২৮। শাক্ত সংগীতের প্রথম ও প্রধান কবি কে ?

উঃ- কবি রামপ্রসাদ সেন ।


২৯। রামপ্রসাদ সেনের উপাধি কি ?

উঃ- কবিরঞ্জন ।


৩০। রামপ্রসাদ সেনের গান কি নামে পরিচিত ?

উঃ- রামপ্রসাদী সুর/ রামপ্রসাদী গান নামে পরিচিত ।


৩১। ঈশ্বরগুপ্তের মতে কবিগানের জন্মভূমি কোথায় ?

উঃ- শান্তিপুর ।


৩২। আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন কারা ?

উঃ- লক্ষীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর ।


৩৩। পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার প্রথম করেন কে ? 

উঃ- লক্ষীকান্ত বিশ্বাস ।


৩৪। ঈশ্বরগুপ্তের মতে কিভাবে আখড়াই গানের উৎপত্তি ?

উঃ- শান্তিপুরের খেউড় আর প্রভাতী গানের সমন্বয়ে আখড়াই গানের উৎপত্তি ।


৩৫। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কে ?

উঃ- রামনিধি গুপ্ত ।


৩৬। হাফ- আখড়াই গানের জন্ম দেন কে ?

উঃ- মোহন দাস বসু।


৩৭। 'যাত্রা' শব্দটির বর্তমান অর্থে কোথায় প্রয়োগ ছিল ?

উঃ- কৌটিল্যের অর্থশাস্ত্রে ।


৩৮। কোনগুলিকে হিন্দুস্তানি মার্গ সংগীত বলা হয় ?

উঃ- ধ্রুপদ, ধামার, টপ্পা, খেয়াল, ঠুংরি।


৩৯। টপ্পা গানকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে ?

উঃ- রামনিধি গুপ্ত বা নিধুবাবু ।


৪০। টপ্পা শব্দটি কিভাবে সৃষ্টি হয়েছে ?

উঃ- পাঞ্জাবের লোকগান 'ডপা' বা 'টপে' থেকে টপ্পার সৃষ্টি হয়েছে ।


৪১। টপ্পা মূলত কাদের গান ?

উঃ- মেয়েদের গান ।


৪২। টপ্পা শব্দের অর্থ কি ?

উঃ- লাফ ।


৪৩। কালী মির্জার প্রকৃত নাম কি ?

উঃ- কালিদাস চট্টোপাধ্যায় ।


৪৪। খেয়াল কি ধরনের শব্দ ? এর অর্থ কি ?

উঃ- খেয়াল আরবী শব্দ । এর অর্থ হল যথেচ্ছাচার।


৪৫। খেয়াল শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে ?

উঃ- 'কাওয়ালী' নামক উত্তর ভারতীয় লোকসংগীত থেকে খেয়াল শব্দের উৎপত্তি হয়েছে ।


৪৬। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে ?

উঃ- রাম শংকর ভট্টাচার্য্য ।।


৪৭। বিষ্ণুপুর ঘরানা কোন বংশের রাজাদের সময় সংগীতের পীঠস্থান ছিল ?

উঃ- মল্ল রাজাদের সময় ।


৪৮। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সাংগীত শিক্ষক ছিলেন কে ?

উঃ- বিষ্ণু চন্দ্র চক্রবর্তী ।


৪৯। বাংলার প্রথম বীণাবাদক কে?

উঃ- রাম শংকর ভট্টাচার্যের জ্যেষ্ঠপুত্র মাধব ভট্টাচার্য ।


৫০। খান্ডারবাণী রীতির ধ্রুপদ বাংলায় প্রথম প্রবর্তন করেন কে ?

উঃ- যদুভট্ট ।


৫১। 'গীত মঞ্জুরী' কার গানের সংকলন ?

উঃ- কার্তিকেয় চন্দ্র রায়ের রাগাশ্রয়ী বাংলা গানের সংকলন হল 'গীত মঞ্জরী' । এটি প্রকাশিত হয় ১৮৭৮ সালে।



                         NRIPEN SIR

               M :-7001009577








Post a Comment

0 Comments