বাঙালির বিজ্ঞান চর্চা MCQ ও SAQ প্রশ্ন

     বাঙালির বিজ্ঞান চর্চা M.C.Q ও S.A.Q প্রশ্ন


 ১। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন আদিতে কি নাম ছিল ?

উঃ:- আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বোটানিক্যাল গার্ডেন।

২। কোম্পানির বাগান নামে পরিচিত ছিল কোনটি ?
উঃ- রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ।

৩। কোম্পানির বাগান কে প্রতিষ্ঠা করেন ?
উ:- ড: উইলিয়াম রকসবার্গ বা কিড সাহেব ।

৪। ভারতীয় উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় কাকে ?
উঃ:- ড: উইলিয়াম রকসবার্গকে।

৫। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে শুরু হয় ?
উঃ:- ১৯৬৩ সালে ।

৬। এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয় ?
উঃ- ১৭৮৪ খ্রিষ্টাব্দের ১৫ ই জানুয়ারি ।

৭। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ?
উঃ:- উইলিয়াম জোন্স ।

৮। এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্য কী ছিল ?
উঃ- ইতিহাস ,পুরাতত্ত্ব, শিল্পকলা, সাহিত্য ও বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আলোচনা, গবেষণা ও বিশ্লেষণ করা।

৯। বাংলা গদ্য চর্চার পথিকৃৎ বলা হয় কাকে ?
উঃ:- উইলিয়াম কেরিকে ।

১০। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে ?
উঃ- পঞ্চানন কর্মকার ।

১১। পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রা অক্ষর খোদাই করতে সাহায্য করেন কে ?
উঃ- উইলকিনসন ।

১২। বাংলায় প্রথম অস্থি বা শরীর বিদ্যা সংক্রান্ত গ্রন্থ কোনটি ?
উঃ- বিদ্যাহারাবলী ।

১৩। বিদ্যাহারাবলী কে রচনা করেন ?
উঃ- ফেলিক্স কেরী ।

১৪। প্রথম বাংলা সাময়িক পত্রটির নাম কি ?
উঃ:- দিকদর্শন ।

১৫। দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে ?
উঃ- জন ক্লার্ক ৷

১৬৷ কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ:- ১৮১৭ সালে ।

১৭।'পশ্বাবলী' মাসিক পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় ?
উঃ- ১৮২২ সালে ।

১৮। 'আত্মীয় সভা' কবে, কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ:- রাজা রামমোহন রায়ের উদ্যোগে ১৮১৫ সালে।

১৯। কতজন ছাত্র নিয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উঃ- মাত্র ২০ জন ছাত্র নিয়ে ।

২০। হিন্দু কলেজের প্রথম গভর্নর কে ছিলেন ?
উঃ- বর্ধমানের মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এবং বাবু গোপীমোহন ঠাকুর।

২১। হিন্দু কলেজের নাম পাল্টে কি রাখা হয় ?
উঃ- ১৯৫৫ সালে হিন্দু কলেজের নাম পাল্টে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ।

২২। কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন কে ?
উঃ:- ডা: নীলরতন সরকার।

২৩। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে, কবে স্থাপিত হয় ?
উঃ- ১৯৪৮ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু।

২৪। প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রেসিডেন্সি কলেজের কোন বিষয়ের অধ্যাপক ছিলেন ?
উঃ- পদার্থবিদ্যা।

২৫। জ্যামিতি বিষয়ক রচনা প্রথম পথ প্রদর্শক কে ?
উঃ- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

২৬। 'ধাত্রীসহায়' গ্রন্থটি কার রচনা ?
উঃ- রাধাগোবিন্দ কর ।

২৭। 'মানবমন' পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

২৮। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কবে ?
উঃ:- ১৯১৪ খ্রিস্টাব্দে।

২৯। বেলগাছিয়া মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?
উঃ- ১৯১৬ সালে ।

৩০। বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম কি ?
উঃ- R.G.KAR মেডিকেল কলেজ।

৩১। সংস্কৃত কলেজে বিজ্ঞান বিষয়ের ক্লাস শুরু হয় কবে থেকে ?
উঃ- ১৮২৪ সাল থেকে।

৩২। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বিশ্বপরিচয়' গ্রন্থটি কাকে উৎসর্গ করেন ?
উঃ- সত্যেন্দ্রনাথ বসুকে।

৩৩। বেঙ্গলি মিউনিটি কবে স্থাপিত হয় ?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে।

৩৪। Indian association for the cultivation of science কে প্রতিষ্ঠা করেন ?
উঃ:- মহেন্দ্রলাল সরকার ।

৩৫। কলকাতা স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ?
উঃ:- ১৮১৭ সালে।

৩৬। দেশীয় প্রযুক্তির সাহায্যে কে মোটর গাড়ি নির্মাণ করেন ?
উঃ- বিপিন বিহারী দাস।

৩৭। বাল্যকালে রবীন্দ্রনাথের বিজ্ঞান শিক্ষক কে ছিলেন ?
উঃ- সতীনাথ ঘোষ।

৩৮। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কবে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ,?
উঃ- ১৮৮৪ সালে।

৩৯। বনবিহারী মুখোপাধ্যায় এর জীবনী অবলম্বনে কে কোন উপন্যাস রচনা করেন ?
উঃ- বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় 'অগ্নিশ্বর' উপন্যাসটি বনবিহারী মুখোপাধ্যায় এর জীবনী অবলম্বনে রচনা করেন।

৪০। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন ?
উঃ- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

৪১। কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় ?
উঃ,- ১৯১৭ সালে।

৪২। খড়গপুর আই আই টি স্থাপনের নেপথ্যে কার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ?
উঃ- বিধানচন্দ্র রায়ের।

৪৩। 'পোকামাকড়' গ্রন্থটি কার রচনা ?
উঃ- জগদানন্দ রায়ের।

৪৪। প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং শাড়ও সাবানের কারখানায় স্থাপন করেন কে?
উঃ- নীলরতন সরকার।

৪৫। রাঙ্গামাটি চা কোম্পানি গঠনের কার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় ?
উঃ- নীলরতন সরকার ।

৪৬। 'অ্যানাটমি' গ্রন্থটি কার লেখা ?
উঃ- রাধাগোবিন্দ কর।

৪৭। কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ?
উঃ- কাদম্বিনী বসু।

৪৮। N.R.S হসপিটালের পূর্বে কি নাম ছিল ?
উঃ- ক্যাম্বেল মেডিকেল স্কুল।

৪৯। IMA এর সম্পূর্ণ নাম কি ?
উঃ- The Indian medical association.

৫০। 'অক্ষিতত্ত্ব' গ্রন্থটি কার লেখা ?
উঃ-লাল মাধব মুখোপাধ্যায়ের ।

৫১। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামকরণ বাঘাযতীন করেন কে ?
উঃ- সুরেশ প্রসাদ সর্বাধিকারী ।

৫২। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে প্রথম রসায়নের অধ্যাপক ছিলেন কে ?
উঃ- চুনিলাল বসু।

৫৩।'পল্লীস্বাস্থ্য' গ্রন্থটি কার লেখা ?
উঃ- চুনিলাল বসুর।

৫৪। দুর্গাপুর শিল্পাঞ্চল নির্মাণে কার বিশেষ ভূমিকা ছিল ?
উঃ- বিধান চন্দ্র রায় এর।

৫৫। এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন ?
উঃ- গিরীন্দ্রশেখর বসু।

৫৬। 



                 নৃপেন স্যার 
        হোয়াটসঅ্যাপ:- ৯৬৪৭৯৪৯৪৬৮

Post a Comment

0 Comments