শিশু মনস্তত্ত্ব ও পেডাগগি


   শিশু মনস্তত্ত্ব ও পেডাগগি


১। ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মাঝে মাঝে প্রশ্ন করলে শিক্ষকের কি করা উচিত ?

(ক) ক্লাস ছেড়ে চলে যাবেন।
(খ) ছাত্রদের তিরস্কার করবেন।
(গ) অভিভাবককে ডেকে পাঠাবেন ।
(ঘ) প্রত্যেকের প্রশ্নের  উপযুক্ত উত্তর দেবেন।


উঃ - প্রত্যেকের প্রশ্নের উপযুক্ত উত্তর দেবেন।



২। I.Q এর দ্বারা কী নির্ণয় করা হয় ?

(ক) শিশুর মানসিক পরিমাপের হার।
(খ) শিশুর মানসিক উন্নয়নের গতির হার।
(গ) শিশুর মস্তিষ্কের সুস্থতার পরিমাপের হার।
(ঘ) সবগুলি ঠিক।


উঃ - শিশুর মানসিক উন্নয়নের গতির হার নির্ণয় করা ।


৩। Drop out - কথাটির অর্থ কী ?

(ক) প্রতি বছর পাশ না করা।
(খ) কোনো কোনো বছর ফেল করা।
(গ) অসৎ কাজের জন্য পরীক্ষা দিতে না দেওয়া।
(ঘ) প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার আগেই বিদ্যালয় ত্যাগ করা।


উঃ - প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই বিদ্যালয় ত্যাগ করা।


৪। আধুনিক শিক্ষা ক্ষেত্রে কাকে বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক বলা হয় ?

(ক)শিক্ষক ।
(খ) সহপাঠী।
(গ) পিতা
(ঘ) মাতা।


উঃ - শিক্ষক।


৫। ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা কোনটি ?

(ক) আর্মি বিঠা অভিক্ষা
(খ) বিনে সাইমন অভিক্ষা
(গ) আর্মি আলফা অভিক্ষা
(ঘ) ক্যাটলের অভীক্ষা।


উঃ - ক্যাটলের অভীক্ষা।


৬। একজন প্রার্থী তখনই ভালো শিক্ষক হতে পারেন যখন তিনি -

(ক) পাঠ্য বিষয়ের সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী হন ।
(খ) যখন শিক্ষকতা সম্পর্কে তার প্রকৃত আগ্রহ থাকে।
(গ) ছাত্রদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।
(ঘ) পাঠ্য বিষয়গুলিকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন।


উঃ - যখন শিক্ষকতা সম্পর্কে তার প্রকৃত আগ্রহ থাকে ‌।


৭। শেষ শিক্ষকের ছাত্রদের কাছে প্রিয় হয় যে -

(ক) ক্লাসে এসে ব‌ই থেকে হুবহু পড়িয়ে চলে যায়।
(খ) ক্লাসে শুধু গল্প করে  ।
(গ) পাঠ্য বিষয়কে বিভিন্ন উদাহরণ ও বাস্তবের সঙ্গে সম্পর্কযোগী করে বুঝিয়ে দেয়।
(ঘ) ক্লাসে নোট লিখিয়ে দেন।


উঃ - পাঠ্য বিষয়কে বিভিন্ন উদাহরণ ও বাস্তবের সঙ্গে সম্পর্কযোগী করে বুঝিয়ে দেয়।


৮। কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাংক যথাযথ প্রয়োগ করেন -

ক) ওয়ার্ডসওয়ার্থ ।
(খ)ম্যাকডুগাল ।
(গ)স্পিয়ারম্যান
(ঘ)টারম্যান।


উঃ - ট্যারম্যান ।


৯। ক্লাসে একটি ছাত্র প্রায় দিন বাড়ির কাজ করে আসেনা, তার প্রতি আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত ?

(ক)ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া।
(খ) ক্লাসে প্রচন্ড বকাবকি করা
(গ) কেন বাড়ির কাজ করেনি সে সম্পর্কে জানা।
(ঘ) বিষয়টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এড়িয়ে যাওয়া।


উঃ - কেন বাড়ির কাজ করেনি সে সম্পর্কে জানা।


১০। শ্রেণিকক্ষে পড়ানোর সময় আপনি কোন ভুল তথ্য দিয়েছেন কিন্তু কোন ছাত্র  তা ধরে ফেলেছে। তাহলে কি করা উচিত ?

(ক) ছাত্রটিকে তিরস্কার করে ক্লাস থেকে বের করে দেওয়া।
(খ) তুমি যে ভুল করেছো তা স্বীকার করে নেওয়া।
(গ) অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেওয়া ।
(ঘ) ছাত্রটি গোলমাল করে বলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা।


উঃ - অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেওয়া।


১১। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?

(ক) কোঠারি কমিশন ।
(খ)রাধাকৃষ্ণন কমিশন ।
(গ) মুদালিয়ার কমিশন ।
(ঘ) ভারতীয় শিক্ষা কমিশন।


উঃ - রাধাকৃষ্ণন কমিশন।


১২। Life is by product activities' বলেছেন কে ?

(ক) ডিউটি
(খ) ফ্রয়েবল ।
(গ) রুশো
(ঘ) কার্ল মার্কস।


উঃ - ডিউই।


১৩। খেলা ভিত্তিক শিক্ষা আবিষ্কার করেন কে?

(ক) রুশো
(খ) মন্তেসরী
(গ) ডিউই
(ঘ) ফ্রয়েবল।


উঃ -  ফ্রয়েবল ।


১৪। শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়?

(ক) ছাত্রদের ক্লাসে উপস্থিতি ।
(খ) ক্লাসের মধ্যে নীরবতা ।
(গ) পরীক্ষার ভালো ফলাফল
(ঘ) ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ।


উঃ - ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ।


১৫। শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারণ -

(ক) মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ চলতে থাকে।
(খ) জীবনের যেকোনো সময় বিকাশ শুরু হয় ও শেষ হয়।
(গ) বিকাশ জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে ।
(ঘ) কোনটি এই নয়।


উঃ - বিকাশ জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে।


১৬। এক ডজন স্বাস্থ্যবান শিশুর উপর পরীক্ষা করেছিলেন কে ?

(ক) ক্যাটেন ।
(খ) কারবার
(গ) ওয়াটসন
(ঘ) গ্রীন


উঃ - ওয়াটসন।


১৭। কাকে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের জনক বলা হয় ?

(ক) জ্যাঁ পিঁয়াজে
(খ) স্কিনার
(গ)ব্রাউডি
(ঘ)জন ডিউ‌ই


উঃ - স্কিনার


১৮। কখনবার্গের নৈতিক বিকাশের প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ?

(ক)  দুটি ।
(খ) তিনটি ।
(গ) ছয়টি ।
(ঘ) আটটি ।


উঃ - তিনটি।


১৯। বাছাই তত্ত্বের জনক বলা হয় কাকে ?

(ক) স্টার্ণ
(খ) স্পিয়ারম্যান ।
(গ)থম্পসন ।
(ঘ) গিলফোর্ড ।


উঃ - থম্পসন ।


২০। শিশুর একক পার্থক্যের জন্য সবচেয়ে দায়ী হল

(ক)  আচরণগত পার্থক্য
(খ) আবেগের পার্থক্য
(গ) শারীরিক পার্থক্য
(ঘ) কোনটিই না।


উঃ - আচরণগত পার্থক্য।
 

         প্রাইমারী টেট সংক্রান্ত আরো জানুন



















Post a Comment

0 Comments