বাংলা চলচ্চিত্রে ধারা থেকে একসেট গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। কারা প্রথম সিনেমা তৈরি ও প্রদর্শন করেছিলেন ?
উঃ- অগাস্ট এবং লুমিয়ের এই দুই ভাই ।
২। প্রথমদিকে সিনেমা বলতে কি বোঝানো হতো ?
উঃ- প্রথমদিকে সিনেমা বলতে Film Strip বা ছোটো টুকরো বোঝানো হতো ।
৩। ভারতে কবে থেকে নির্বাক চলচ্চিত্রের সূচনা ঘটে ?
উঃ- ১৮৯৬ সালের ৭ই জুলাই ।
৪। রয়্যাল বাইস্কোপ কোম্পানি কারা প্রতিষ্ঠা করেন ?
উঃ:- হীরালাল সেন ও তার ভাই মতিলাল সেন 1898 সালে।
৫। কত সালে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে?
উঃ- ১৯০২ সালে।
৬। বাংলায় সিনেমা দেখানো প্রথম শুরু করেন কে ?
উঃ- জে.এফ. ম্যাডাম নামের একজন পারসি ব্যবসায়ী ।
৭। ম্যাডাম থিয়েটার লিমিটেড কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ:- 1904 সালে জে.এফ. ম্যাডান ।
৮। বাংলা ভাষার প্রথম কাহিনীচিত্র কোনটি ?
উঃ:- বিল্বমঙ্গল ।
৯। ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি কারা প্রতিষ্ঠা করেন ?
উঃ- ধীরেন গঙ্গোপাধ্যায় ও নীতীশ চন্দ্র লাহিড়ী।
১০। অরোরা ফিল্ম কোম্পানি কে তৈরি করেন ?
উঃ- অনাদি বসু ।
১১। বাংলা সিনেমায় সাহিত্য ধর্মী গল্পের অবতারণা শুরু করেন কে ?
উঃ- শিশিরকুমার ভাদুড়ী।
১২। নির্বাক চলচ্চিত্র যুগে সরকার সিনেমা সংক্রান্ত কটি আইন প্রণয়ন করেন ? সে গুলি কি কি ?
উঃ:- ২ টি আইন ।
আইন গুলি হল:-
১। ১৯১৮ সালে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া।
২।১৯২২ সালে তৈরি বেঙ্গল অ্যামিউজমেন্ট টেক্স অ্যাক্ট।
১৩। ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
উঃ- মেলোডি অফ লাভ ।
১৪ । প্রথম বাংলা টকি (সবাক চলচ্চিত্র) চলচ্চিত্র কোনটি ? এটি কবে কার উদ্যোগে প্রদর্শিত হয় ?
উঃ:- প্রথম বাংলা টকি চলচ্চিত্র হল জামাইষষ্ঠী। ১৯৩১ সালের ১১ এপ্রিল জে.এফ. ম্যাডানের প্রযোজনায় এটি প্রদর্শিত হয়।
১৫। কোন সিনেমায় প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করা হয় ?
উঃ:- দেবকী বসুর বিদ্যাপতি সিনেমায়।
১৬। 'দেবদাস' সিনেমাটি কে, কবে তৈরি করেন ?
উঃ- ১৯৩৫ সালে প্রমথেস বড়ুয়া ।
১৭। সিনেমায় প্রথম সাবজেক্টিভ ক্যামেরার ব্যবহার করেন কে ?
উঃ- প্রমথেশ বড়ুয়া।
১৮। কে,কবে সিনেমায় প্রথম প্লেব্যাক প্রথার আরম্ভ করেন ?
উঃ- ১৯৩৫ সালে 'ভাগ্যচক্র' সিনেমায় নীতিন বসু প্রথম প্লেব্যাক প্রথার আরম্ভ করেন।
১৯। উত্তম কুমার - সুচিত্রা সেন জুটি প্রথম কোন সিনেমায় দেখা যায় ?
উঃ:- সাড়ে চুয়াত্তর সিনেমায় ।
২০। উত্তম কুমার ও সুচিত্রা সেন একসঙ্গে কতগুলো সিনেমায় কাজ করেছেন ?
উঃ- ৩০ টি সিনেমায়।
২১। ভারতে প্রথম ফিল্ম সোসাইটি আন্দোলন শুরু হয় কবে ?
উঃ- ১৯৪৪ সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটির মধ্য দিয়ে।
২২। সত্যজিৎ রায় পরিচালিত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি ?
উঃ- পথের পাঁচালী ।
২৩। পথের পাঁচালী সিনেমায় সংগীত পরিচালনা করেছিলেন কে ?
উঃ- পন্ডিত রবি শংকর ।
২৪। অপু ট্রিলজি বলতে কী বোঝো ?
উঃ- 'পথের পাঁচালী', 'অপরাজিত', 'অপুর সংসার'- এই তিনটি সিনেমাকে একত্রে অপু ট্রিলজি বলা হয়।
২৫। ঋত্বিক ঘটকের প্রথম ছবিটির নাম কি ?
উঃ- নাগরিক ।
২৬। ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবিটির নাম কি ?
উঃ- অযান্ত্রিক ।
২৭। মৃণাল সেনে পরিচালিত প্রথম সিনেমাটির নাম লেখ ।
উঃ- রাতভোর।
২৮৷ প্রথম বাংলা রভিন ছবি কোনটি?
উঃ- বিভূতি লোহার 'পথে হল দেরি' ।
২৯। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম সিনেমা কোনটি ?
উঃ- অপুর সংসার।
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্প অবলম্বনে কোন সিনেমা তৈরি হয় ?
উঃ- চারুলতা।
৩১। সত্যজিৎ রায় মোট কতগুলি সিনেমা তৈরি করেছিলেন ?
উঃ- ৩৬ টি ।
৩২। 'গুপী গাইন বাঘা বাইন'- কার পরিচালিত সিনেমা ?
উঃ- সত্যজিৎ রায় ।
৩৩। কোন সিনেমায় অভিনয়ের জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ?
উঃ- সাত পাকে বাঁধা।
৩৪। দেশভাগের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এরকম দুটি সিনেমার নাম লেখ ?
উঃ- মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার।
৩৫। কোন সিনেমাকে ঋত্বিক ঘটকের মহাকাব্যিক সৃষ্টি বলা হয় ?
উঃ- তিতাস একটি নদীর নাম ।
৩৬। কোন সিনেমার জন্য মৃণাল সেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ?
উঃ- ভুবন সোম ।
৩৭। ছোটোদের জন্য প্রথম ছবি তৈরি শুরু করেন কে ?
উঃ- সত্যেন বসু।
৩৮। বাংলা তথ্যচিত্র নির্মাণে প্রধান ভূমিকা নিয়েছিলেন কে ?
উঃ- হরিসাধন দাশগুপ্ত।
৩৯। সত্যজিৎ রায় মোট কতগুলি জীবনীমূলক তথ্য চিত্র তৈরি করেছিলেন ?
উঃ- ৫টি ।
৪০। সত্যজিৎ রায়ের তথ্যকেন্দ্রিক একমাত্র রঙ্গিন ছবি কোনটি ?
উঃ- সিকিম।
৪১। ঋত্বিক ঘটকের প্রথম তথ্যচিত্রটির নাম লেখ ।
উঃ- Adivasiyon ka jeeban short .
৪২। কলকাতা শহরকে কেন্দ্র করে তৈরি প্রথম তথ্যচিত্রটির নাম লেখ ।
উঃ- Portrait of a city.
নৃপেন স্যার
Bengali M.A, B.Ed ,UPTET,PTET Qualified
Contact :- 9647949468 (Only WhatsApp )
ক্রন্দনরতা জননীর পাশে কবিতার বড়ো প্রশ্ন উত্তর জানতে ক্লিক করো
'এ সংসারের সমস্ত কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে।'- বড়ো পিসিমা চরিত্রটি আলোচনা কর।
বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।
বাঙালির চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো।
0 Comments