প্রাথমিক টেট পরীক্ষায় ৩০ টি প্রশ্ন পরিবেশ বিদ্যা থেকে এসে থাকে। এরকম গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে ।
১। পৃথিবীর মোট জলভাগের মধ্যে সমুদ্রের জলের পরিমাণ কত ?
(ক) ৯৬ ভাগ
(খ) ৯৮.৫ ভাগ
(গ) ৯৭.৫ ভাগ
(ঘ) ৯৫ ভাগ
২। ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত
(ক)রাজস্থানের ভরতপুর
(খ)আসামের কাজিরাঙ্গা
(গ)রসিক বিল পাখিরালয়
(ঘ) থোল লেক
৩। ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ কোথায় পাওয়া যায় ?
(ক) পশ্চিম হিমালয়ে
(খ) ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে
(গ) সুন্দরবন অঞ্চলে
(ঘ) পশ্চিমঘাট পর্বত অঞ্চলে
৪। WWF এর পুরো নাম কি ?
(ক) ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম
(খ) ওয়ার্ল্ড ওয়েটেজ ফরেস্ট
(গ) ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার
(ঘ) ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট
৫। বর্তমানে ভারতে কয়টি জাতীয় উদ্যান আছে?
(ক) ৫০টি
(খ) ৬৭ টি
(গ) ৪৮ টি
(ঘ) ৭২ টি
৬। দ্যা ফরেস্ট অ্যাক্ট কবে পাশ হয় ?
(ক) ১৯৮০
(খ) ১৯৭২
(গ) ২০০২
(ঘ) ১৯৮৬
৭। অযৌন জননের একককে কি বলে ?
(ক) গ্যামেট
(খ) স্পোর
(গ) জাইগোট
(ঘ) রেণু
৮। হাইড্রা এর গমন অঙ্গের নাম কি ?
(ক) সিটা
(খ) নালীপদ
(গ) কর্ষিকা
(ঘ) সিলিয়া
৯। যে সব প্রজাতির জীব গত ৫০ বছরে দেখা যায়নি তাদের কী প্রাণী বলে?
(ক) বিরল প্রজাতি
(খ) লুপ্ত প্রজাতি
(গ) বিপন্ন প্রজাতি
(ঘ) সবগুলি
১০। উদ্ভিদের সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি?
(ক) পাতা
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) কোয়ান্টাজোম
(ঘ) মেসোফিল কলা
১১। তামাক গাছের পাতায় কী পাওয়া যায় ?
(ক) মরফিন
(খ) ক্যাফিন
(গ) নিকোটিন
(ঘ) কুইনাইন
১২। নীচের কোনটি উভচর উদ্ভিদ ?
(ক) শৈবাল
(খ) কচুরিপানা
(গ) কলমী
(ঘ) ঝাঁজি
১৩। ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরী হয় কোথা থেকে ?
(ক) সিঙ্কোনা
(খ) ডাটুরিন
(গ) ক্যাফিন
(ঘ) কুইনাইন
১৪। কোন ভিটামিনটি তেলে দ্রাব্য ভিটামিন ?
(ক) B
(খ)C
(গ)A
(ঘ) P
১৫। কীসের অভাবে গলগন্ড রোগ হয় ?
(ক) আয়োডিনের অভাবে
(খ) লৌহের অভাবে
(গ) ক্যালসিয়ামের অভাবে
(ঘ) ম্যাগনেসিয়াম
১৬। NPK এর পুরো নাম কি ?
(ক) নাইট্রেট ,ফসফরাস, পটাশিয়াম
(খ) নাইট্রোজেন, পটাসিয়াম, ফসফরাস
(গ) নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম
(ঘ) নাইট্রোজেন, ফসফরাস,কোবাল্ট
১৭। পৃথিবীতে মানুষের ব্যবহার্য জলের পরিমাণ কত ?
(ক) ০.৫ শতাংশ
(খ) ১.৪ শতাংশ
(গ) ১.০ শতাংশ
(ঘ) ১.৫ শতাংশ
১৮। পাণীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত ?
(ক) ০.০৩ mg
(খ) ০.০৫mg
(গ) ১.৫mg
(ঘ) ০.৭৫ mg
১৯। ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্প কবে চালু হয় ?
(ক) ৩১ মে ২০০৫
(খ) ৩১ মে ২০০৬
(গ) ৩০ মে ২০০৪
(ঘ) ২৩ জুন ২০০৫
২০। বায়োগ্যাস তৈরীতে কি ব্যবহার করা হয় ?
(ক) গোবর
(খ) বর্জ্য পদার্থ
(গ) ডিজেল
(ঘ) সার
২১। Ecosystem শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
(ক) ট্যানসলে
(খ) হেকেল
(গ) ডারউইন
(ঘ) বুঁফো
২২। কম্পোস্ট সার তৈরীতে কোন জীবের সাহায্য নেওয়া হয় ?
(ক) মাছ
(খ) গবাদিপশু
(গ) উইপোকা
(ঘ) কেঁচো
২৩।' ফ্লু' কি ধরনের রোগ ?
(ক) জলবাহিত রোগ
(খ) বায়ু বাহিত রোগ
(গ)ছোঁয়াচে রোগ
(ঘ) সবগুলি
২৪। ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায় ?
(ক) সুন্দরবন অঞ্চলে
(খ) হিমালয় পার্বত্য অঞ্চলে
(গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
(ঘ) তরাইও ডুয়ার্স অঞ্চলে
২৫। মিনামাটা রোগ কিসের জন্য হয় ?
(ক) পারদের জন্য
(খ) আর্সেনিকের জন্য
(গ) সীসার জন্য
(ঘ) দস্তার জন্য
শিশু মনস্তত্ত্ব থেকে একসেট প্রশ্ন উত্তর এখানে ক্লিক করো
উত্তর:- ১। ৯৭.৫ , ২। অসমের ভরতপুর , ৩। পশ্চিমঘাট পর্বত , ৪। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ৫। ৭২ টি , ৬। ১৯৮০ সালে , ৭। গ্যামেট , ৮। সিলিকা , ৯। লুপ্ত প্রজাতি , ১০। মেসোফিল কলা , ১১। নিকোটিন , ১২। কলমী , ১৩। কুইনাইন, ১৪। ভিটামিন এ , ১৫। আয়োডিনের অভাবে , ১৬। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম , ১৭। ০.৫ শতাংশ , ১৮। ০.০৫ mg , ১৯। ৩১ মে ২০০৫ , ২০। গোবর , ২১। ট্যানসলে , ২২। কেঁচো , ২৩ । জলবাহিত , ২৪। সুন্দরবন অঞ্চলে, ২৫। পারদের জন্য।
আরো বিশদ জানতে এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোও
0 Comments