"অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল"-কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখ।
উঃ- মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসে কোনির জীবন সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে । ক্ষিতিশ সিংহের সঙ্গে জুপিটার ক্লাবের সদস্যদের ব্যক্তিগত দ্বন্দ্বের ফলে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের জন্য B.A.S.A নির্বাচনে কোনিকে বাদ দেওয়া হয়েছিল । কিন্তু বালিগঞ্জ ক্লাবের হিয়া মিত্রের সাঁতার প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাস বাংলার স্বার্থে কোনিকে দলে রাখার প্রস্তাব দেন । এই প্রস্তাব জুপিটার ক্লাবের সদস্যরা মেনে নিতে পারেননি বরং তার প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ধীরেন ঘোষ স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির কীর্তির কথা স্মরণ করিয়ে দেন। কোনি এবছর কোনো ক্লাব স্পোর্টসে নামেনি, স্টেট চ্যাম্পিয়নশিপে দুটিতে ডিসকোয়ালিফাই করেছে এবং একটায় প্রথম দুটো প্লেসের মধ্যে আসতেই পারেনি। ফলে কোনির টাইমিং জানা নেই বলে তাকে দলে জায়গা দেওয়া সম্ভব নয়। কিন্তু নাছোড়বান্দা প্রণবেন্দু এই কথা শুনে দৃঢ়স্বরে জানিয়ে দেন তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়ে বাংলার দল গঠন করতে হবে। তিনি তাঁর মেয়েদের উইথ ড্র করে নেবেন। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁর প্রস্তাব সকলকে মেনে নিতে হয় এবং কোনি বাংলা সাঁতার দলে জায়গা পায়।এতে ধীরেন ঘোষ প্রণবেন্দুবাবুর ব্যক্তি স্বার্থ খুঁজলে তিনি জানিয়ে দেন, মহারাষ্ট্রের রমা যোশীকে পরাজিত করা ছাড়া তার আর অন্য কোন স্বার্থ নেই।
নৃপেন মাহাতো
মোঃ:- ৭০০১০০৯৫৭৭
0 Comments