ভারতের কয়লা সম্পদ
১। বিহারে গড়ে ওঠা তেল শোধনাগারটির নাম কী ?
উঃ- বারাউনি
২। কোন জাতীয় কয়লা সবচেয়ে বেশী শিল্পে ব্যবহৃত হয় ?
উঃ- বিটুইমিনাস
৩। কোন শ্রেণীর কয়লা দহনে ধোঁয়ার পরিমাণ সব থেকে কম ?
উঃ- অ্যানথ্রাসাইট
৪। সব চেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি ?
উঃ- অ্যানথ্রাসাইট
৫।কয়লার একটি উপজাত দ্রব্যের নাম লেখ ?
উঃ- আলকাতরা
৬। ভারতের বৃহত্তম কয়লা খনিটির নাম কী ?
উঃ- ঝরিয়া
৭। ভারতে কোন যুগের কয়লা পাওয়া যায় ?
উঃ- গন্ডোয়ানা যুগের
৮। ভারতের কোথায় সবচেয়ে বেশি উন্নতমানের কয়লা সঞ্চয় আছে ?
উঃ- দামোদর উপত্যকায় ।
৯।ঝরিয়া কোন অঞ্চলের কয়লা খনি ?
উঃ- দামোদর উপত্যকা অঞ্চলের ।
ভূগোলের প্রশ্ন উত্তর জানতে ক্লিক করো এখানে
১০।ভারতের সর্ব প্রধান খনিজ সম্পদ কোনটি ?
উঃ- কয়লা
১১।ভারতের কোন রাজ্য আকরিক লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উঃ- ওড়িশা ।
১২।সর্ব উৎকৃষ্ট আকরিক লোহা কোনটি ?
উঃ- ম্যাগনেটাইট ।
১৩।বোম্বে হাই কবে আবিষ্কৃত হয় ?
উঃ- ১৯৭৫
১৪। কোন শিল্পে সর্বাধিক কয়লা ব্যাবহৃত হয় ?
উঃ- তাপ বিদ্যুৎ উৎপাদনে ।
১৫।পশ্চিম বঙ্গের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত ?
উঃ- রানিগঞ্জ ।
১৬। ভারতের কোথায় প্রথম বানিজ্যিক ভিত্তিতে কয়লা উৎপাদন করা হয় ?
উঃ- রাণীগঞ্জ এ ।
১৭। ওড়িশার বৃহত্তম কয়লাখনি কোনটি ?
উঃ- তালচের ।
১৮। কাকে "ব্ল্যাক ডায়মন্ড" বা "কালো হীরা" বলে ?
উঃ- কয়লাকে ।
১৯।কয়লার কয়েকটি উপজাত দ্রব্যের নাম লেখ ?
উঃ- ন্যাপথালিন,বেঞ্জিন, পিচ, আলকাতরা ।
২০। সর্বনিম্নমানের কয়লা কোনটি ?
উঃ- পিট ।
0 Comments