প্রাকৃতিক ভূগোল,প্রশ্ন উত্তর

              প্রাকৃতিক ভূগোল

                                     প্রশ্ন উত্তর





১। নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় -(ক)  অবঘর্ষণ (খ) লম্ফদান ( গ) ভাসমান (ঘ) টান ।

উঃ- অবঘর্ষণ ।


২. নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয়—(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (খ) মিয়েন্ডার (গ) জলপ্রপাত। (ঘ) পললশঙ্কু 


উঃ:- জলপ্রপাত

৩। সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী বহির্জাত শক্তি হল- (ক) বায়ু প্রবাহ (খ) হিমবাহ (গ) নদী প্রবাহ (ঘ) আবহবিকার ।

উঃ- নদী প্রবাহ।


৪. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—(ক) আরােহণ প্রক্রিয়া  (খ) অবরােহণ প্রক্রিয়া   (গ)  আবহবিকার প্রক্রিয়া  (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া 


উঃ:- আরোহন প্রক্রিয়া


5. পললশঙ্কু গঠিত হয় নদীর - (ক)  পার্বত্যপ্রবাহে  (খ) সমভূমি প্রবাহে   (গ) উচ্চ ও মধ্য ও নিম্ন প্রবাহের সংযােগস্থলে  (ঘ) মধ্য ও নিম্ন  প্রবাহের সংযােগস্থলে 

উঃ:- উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে।


৬. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—(ক) ক্যানিয়ন (খ) v’-আকৃতির উপত্যকা  (গ) মন্থকূপ (ঘ) I আকৃতির উপত্যকা ।


উঃ:-  ক্যানিয়ন


৭. পার্বত্যপ্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতাে অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়, তাকে বলে— (ক) নদীমঞ্চ   (খ) স্বাভাবিক বাঁধ   (গ) প্লাবনভূমি (ঘ) কর্তিত স্পার 


উঃ:- নদীমঞ্চ


৮।পার্বত্য প্রবাহে নদীর গতিপথে সৃষ্টি হয় - (ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (খ) গিরিখাত (গ) পলল ব্যঞ্জনি (ঘ) বা দ্বীপ ।

উঃ:- গিরিখাত ।


৯. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে- (ক) নদীর (খ) বায়ুর (গ) হিমবাহের (ঘ) সমুদ্রতরঙ্গের 


উঃ:-নদীর


১০. পললশঙ্কু দেখা যায়—(ক) পর্বতের উচ্চভাগে (খ) পর্বতের পাদদেশে  (গ) বদ্বীপ অঞ্চলে  (ঘ) নদীর মধ্যপ্রবাহে 


উঃ:-পর্বতের পাদদেশে ।


১১ . জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় - (ক)  মন্থকূপ  (খ)  ফিয়র্ড  (গ) প্রপাতকূপ  (ঘ)পটহোল ।

উঃ:- প্রপাতকুপ 


১২. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল—(ক) গঙ্গা নদী অববাহিকা (খ) ইয়াং-সিকিয়াং নদী অববাহিকা  (গ)  আমাজন নদী অববাহিকা (ঘ) নীল নদ অববাহিকা

উঃ:- আমাজন নদী অববাহিকা


১৩.  নদীর কোনাে নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল বয়ে যায়, তাকে বলে - (ক) কিউসেক  (খ) কিউরেক (গ) কিউমেক (ঘ) কিউডেক 


উঃ:-কিউসেক


১৪. পৃথিবীর বৃহত্তম গিরিখাত- (ক) ইচাং গিরিখাত (খ) কালিগণ্ডকী গিরিখাত  (গ)মার্চিসন গিরিখাত (ঘ)গ্র্যান্ড ক্যানিয়ন

উঃ:-  গ্র্যান্ড ক্যানিয়ন


১৫. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত (ক)  ভিক্টোরিয়া (খ)  অ্যাঞ্জেল  (গ) নায়াগ্রা (ঘ) স্ট্যানলি


উঃ:- নায়াগ্রা 


১৬ . লম্ফদান প্রক্রিয়াটি হল - (ক) নদীর ক্ষয়  (খ) বহন (গ) উত্থান (ঘ) অবক্ষেপণ 

উঃ:-  বহন


১৭. পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ হল- (ক)মারিয়ানা (খ) মারাজো (গ) সাগরদ্বীপ (ঘ)মাজুলি


উঃ:- মারাজো 


১৮. নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে- (ক) 5গুণ  (খ) 2 গুণ  (গ) 16গুণ  (ঘ) 64 গুণ 


উঃ:-64 গুণ


১৯. কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছােটো ছােটো জলপ্রপাতকে বলে—(ক) ক্যাটারাক্ট (খ) কাসকেড (গ)  রেপিড  (ঘ) জলস্রোত  


উঃ:-রেপিড


২০. একটি বহির্জাত ভূগাঠনিক প্রক্রিয়া হল— (ক) লাভা উদগিরণ (খ) ভঙ্গিল পর্বত সৃষ্টি (গ) স্তুপ পর্বত নির্মাণ (ঘ) নদীর ক্ষয়কার্য 


উঃ:-নদীর ক্ষয়কার্য


২১। পৃথিবীর দীর্ঘতম নদী হল - (ক) নীল  (খ) গঙ্গা  (গ) আমাজন (ঘ) ইয়াং-সিকিয়াং ।

উঃ- নীল ।


২২. সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারণ— (ক) অত্যধিক বৃষ্টিপাত (খ) ঘূর্ণিঝড় (গ) সমুদ্র জলতলের জলতলের উত্থান (ঘ) সুন্দরবনের অবনমন।


উঃ:- সমুদ্র জলতলের জলতলের উত্থান


২৩. নীল নদের বদ্বীপটি হল— (ক) তীক্ষাগ্র বদ্বীপ (খ) ধনুকাকৃতি বদ্বীপ  (গ) গোলাকৃতি বদ্বীপ (ঘ) পাখির পায়ের মতাে 


উঃ:- ধনুকাকৃতি বদ্বীপ 


২৪. নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় - (ক) মিয়েন্ডার  (খ) বিন্দুবার (গ) প্লাঞ্জপুল (ঘ) কাসকেড


উঃ:- বিন্দুবার


২৫.  সুন্দরবন এলাকার দ্বীপ নয় কোনটি —(ক) ঘােড়ামারা  (খ) নিউমুর (গ) মাজুলি  (ঘ) লােহাচড়া ।


উঃ:- মাজুলি


২৬. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে— (ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনি আলােড়ন (ঘ) মহীভাবক আলােড়ন


উঃ:- বহির্জাত প্রক্রিয়া

২৭. বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয়, তা হল— (ক)হিমবাহ (খ) বায়ু (গ) নদী (গ) আবহবিকার।


উঃ:- নদী

২৮. যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে, তা হল— (ক) ক্ষয়ীভবন (খ) ক্রমায়ণ (গ) নগ্নীভবন (ঘ) আবহবিকার ।


উঃ:- ক্রমায়ণ।

২৯. অতিগভীর ‘v’-আকৃতির উপত্যকাকে বলে—(ক) গিরিখাত (খ) ক্যানিয়ন (গ) পটহোল (ঘ) প্লাঞ্জপুল


উঃ:- গিরিখাত ।


৩০. বহির্জাত প্রক্রিয়াতে সামগ্রিকভাবে ঘটে -(ক) পর্যায়ন (খ) ভূমি সঞ্চয় (গ) ভূমির ক্ষয় (ঘ) ভূমির উত্থান


উঃ:- পর্যায়ণ ।


                       তথ্য সংগ্রহে

                      নৃপেন মাহাতো





 

Post a Comment

0 Comments