পোস্টমাস্টার গল্পের প্রশ্ন উত্তর

  

পোস্টমাস্টার গল্পের প্রশ্ন উত্তর 



১। " পোস্টমাস্টার " গল্পটি কোথায় বসে লেখা ?

   👉 " পোস্টমাস্টার " গল্পটি শিলাইদহে বসে লেখা।


২। " পোস্টমাস্টার " গল্পটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত ?

    👉 " পোস্টমাস্টার " গল্পটি " হিতবাদী " পত্রিকায় ২৪শে জৈষ্ঠ্য ১২৯৮ সালে প্রকাশিত ।


৩। " পোস্টমাস্টার " গল্পের উপাদান কথা থেকে নেওয়া হয়েছে ?

   👉 " পোস্টমাস্টার " গল্পের উপাদান সাজাদপুর কুঠি বাড়ীর পোস্ট অফিস সংক্রান্ত ঘটনাবলী থেকে নেওয়া হয়েছে।


৪। " পোস্টমাস্টার " গল্পে কয়টি চরিত্র আছে ? চরিত্র গুলির নাম কি ?

   👉 " পোস্টমাস্টার " মাত্র দুটি চরিত্র । পোস্টমাস্টার এবং রতন ।


৫। " পোস্টমাস্টার " এর বাড়ী কোথায় ?

 👉 " পোস্টমাস্টার "  এর বাড়ী কলকাতায় ।


৬। " পোস্টমাস্টার "  যে গ্রামে চাকরি করতে আসেন সেই গ্রামের নাম কি ?

👉" পোস্টমাস্টার "  যে গ্রামে চাকরি করতে আসেন সেই গ্রামের নাম হল উলাপুর ।


৭। উলাপুর গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের কেমন অবস্থা হয়েছিল ?

👉  উলাপুর গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের জলের মাছকে ডাঙায় তুললে তে রকম অবস্থা হয় সেই রকম অবস্থা হয়েছিল ।


৮। উলাপুর পোষ্ট অফিসটি কেমন পরিবেশে স্থাপিত হয়েছিল ?

 👉উলাপুর পোষ্ট অফিসটি একটি পানা পুকুরের ধারে স্থাপিত হয়েছিল । জঙ্গল ঘেরা একটা অন্ধকার আটচালা ঘরে ।


৯। উলাপুর পোষ্ট অফিসটি কে প্রতিষ্ঠা করেছিল ?

👉 উলাপুর পোষ্ট অফিসটি প্রতিষ্ঠা করেছিলেন এক নীল কুঠির সাহেব ।


১০। পোস্টমাস্টারের সমস্ত কাজ কে করে দিত  ?

👉 পোস্টমাস্টারের সমস্ত কাজ রতন নামে একটি বালিকা করে দিত।


১১। কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন কী পেত ?

👉 কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন বেতন পেত না , শুধু খেতে পেত ।


১২। রতন পোস্টমাস্টারের কি কি কাজ করে দিত ?

👉  রতন পোস্টমাস্টারের ঘর পরিষ্কার করা , উনুন ধরানো , তামাক সাজা , জলতোলা , রুটি সেঁকে দেওয়া এই সব কাজ করত ।


১৩। পোস্টমাস্টার  নিজে রেঁধে খেতেন কেন ?

👉 পোস্টমাস্টারের বেতন ছিল অল্প । রাঁধুনি রাখার সাধ্য ছিল না । তাই নিজেই রেঁধে খেতেন ।


১৪। পোস্টমাস্টার কীভাবে  অবসর সময় কাটাতেন ?

👉 পোস্টমাস্টার কবিতা লিখে , বাড়ীর আত্মীয় স্বজনদের কথা ভেবে , রতনের সঙ্গে গল্প করে ও রতনকে পড়িয়ে অবসর সময় কাটাতেন ।


১৫। পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছেন ?

👉 পোস্টমাস্টারের বাড়িতে তাঁর ছোট ভাই , দিদি আর মা আছেন ।


১৬। রতনের কে কে আছেন ?

👉  রতনের আপনজন বলতে কেউ নেই ।


১৭। কে রতনকে মায়ের চেয়েও বেশী ভালোবাসত ?

👉 রতনের বাবা রতনকে তার মায়ের চেয়েও বেশী ভালোবাসত ।


১৮। রতন পোস্টমাস্টার কে কী বলে সম্বোধন করত ?

👉রতন পোস্টমাস্টার কে " দাদাবাবু " বলে সম্বোধন করত ।


১৯। " সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল ।" কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসে ?

👉  রতন যখন পোস্টমাস্টারের অসুখ করেছিল তখন রতন জননীর মতো সেবা করে  তাকে সুস্থ করে তোলে। অসুস্থ পোষ্টমাষ্টরকে সুস্থ করার সময় রতন জননীর পদ অধিকার করে বসে।


২০। পোস্টমাস্টার বদলির দরখাস্ত করেছিলেন কেন ?

👉  পোস্টমাস্টার স্বাস্থ্যর কারণে গ্রাম্য পরিবেশ থেকে মুক্তি পেতে বদলীর দরখাস্ত করেছিলেন ।


২১। পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনত ?

👉পোস্টমাস্টারের স্নানের জল রতন নদী থেকে তুলে আনত ।


২২। পোস্টমাস্টারের কিসে করে কলকাতার উদ্দেশ্য যাত্রা করেন ?

👉 পোস্টমাস্টার নৌকায় কলকাতার উদ্দেশ্য যাত্রা করেন ।


২৩। পোস্টমাস্টারের কোন ব্যাবহারে রতন মর্মাহত হয়েছে ?

👉  রতন পোষ্টমাষ্টারকে খুব ভালোবাসত । তাই তাঁর পীড়ার সময় যথাসাধ্য সেবা করেছে। কিন্ত শহুরে পোষ্টমাষ্টার  রতনকে ভালোবাসত না । তাই ভালোবাসার প্রতিদান দেবার পরিবর্তে করুণা করে কিছু টাকা দিতে চেয়েছেন। এতে রতন মর্মাহত হয় ।


২৪। নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে রতনের জন্য কোন ভাবনার উদয় হয় ? ভাবনা অনুযায়ী কাজ হতে পারেনি কেন ?

👉  নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে হয়েছিল " জগতের ক্রর বিচ্ছুত্ত সেই অনাথিনি কে সঙ্গে করিয়া লইয়া আসি ।" এই ইচ্ছা বা ভাবনা অনুযায়ী কাজ হতে পারে নি কারণ পালে তখন বাতাস লাগে এবং খরতর স্রোতে নৌকা দ্রুত বেগে এগিয়ে যায় ।


২৫। রতনের বয়স কত ?

 👉 রতনের বয়স তেরো বছর ।


২৬। পোষ্ট মাস্টার রতনকে কি কি শেখাতেন ? 

 👉  পোষ্ট মাস্টার রতনকে বর্ণ পরিচয় শেখাতেন ।


২৭। পৃথিবীতে কে কাহার"- কার ম্নে এই ভাবনা উদয় হয়েছিল ?

  👉পোস্টমাস্টারের মনে এই ভাবনা উদয় হয়েছিল । 






Post a Comment

0 Comments