বিভাব নাটকের প্রশ্ন উত্তর

                    বিভাব





১। বিভাব নাটকটি কত অংকের নাটক?

উঃ- একাঙ্ক নাটক ।


২। বিভাব নাটকটিতে কতজন চরিত্র রয়েছে ?

উঃ- ৩ জন চরিত্র। শম্ভু মিত্র,অমর গাঙ্গুলি, বৌদি ।


৩। বিভাব নাটকটি কত সালে রচিত হয় ?

উঃ- ১৯৫১ সালে।


৪। বিভাব নাটকটি কবে প্রকাশিত হয় ?

উঃ- ১৯৫৬ ।


৫। অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন ? (H.S-19)

উঃ- বহুরূপী নাট্য দল।


৬। কার পৃষ্ঠপোষকতায় শম্ভু মিত্র বহুরূপী নাট্যদল গড়ে তোলেন ?

উঃ- মনোরঞ্জন ভট্টাচার্য-এর পৃষ্ঠপোষকতায়।


৭। বহুরূপী প্রযোজিত প্রথম নাটক কোনটি ?

উঃ- উলুখাগড়া ।


৮। বিভাব নাটকে বৌদি আসলে কে ?

উঃ- তৃপ্তি মিত্র।


৯। বিভাব নাটকের অনুপ্রেরণা শম্ভু মিত্র কোথা থেকে পেয়েছেন ?

উঃ- জাপানের কাবুকি থিয়েটার থেকে।


১০। বিভাব নাটকের নামকরণ কিভাবে হয়েছিল ? (H.S-16)

উঃ- পুরনো নাট্যশাস্ত্র থেকে কোনো এক ভদ্রলোক নাটকের নামকরণ করেছিলেন বিভাব।


১১। শম্ভু মিত্র নাটকটির নাম অভাব রাখার পক্ষপাতী কেন ?

উঃ- দুরন্ত অভাব থেকেই এই নাটকটির জন্ম, সেকারণে শম্ভু মিত্র এ নাটকটির নাম অভাব রাখার পক্ষপাতী ছিলেন।


১২। এক পুরনো বাংলা নাটক দেখি..-কি দেখেন ?

উঃ- এই পুরনো বাংলা নাটক নাট্যকার শম্ভু মিত্র দেখেছিলেন “রাজা রথারোহনম নাটয়তি” অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন।


১৩। “তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি”-বিভাব নাটকে কে, কাকে এই নির্দেশ দিয়েছেন ? (H.S-18)

উঃ- এক উড়িয়া নাটকে রাজা তার দূতকে এ নির্দেশ দিয়েছেন।


১৪। উড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে ? (H.S-15)

উঃ- উড়িয়া নাটকে রাজার নির্দেশে দুত দ্রুত খবর সংগ্রহ করত যাওয়ার সময় দুপায়ের ফাঁকে একটি লাঠি নিয়ে ঘোড়ার চাপার ভঙ্গি করে বেরিয়ে যায় । আবার কিছুক্ষণ পরে সেই একই ভঙ্গিতে খবর সংগ্রহ করে ফিরে এসে তা রাজাকে জানাই।


১৫। “মনে হল লোকে মানবে না।“- লোকে না মানার কারণ কি ?

উঃ- লোক অর্থাৎ ইংরেজি শিক্ষিত সাহেব মানুষদের কাছে শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্য অভিনয় গ্রহণযোগ্য হবে না।


১৬। বিভাব নাটকে রুশ দেশীয় কোন চিত্রপরিচালকের প্রসঙ্গ আছে ?

উঃ- আইজেনস্টাইন ।


১৭।“এই পড়ে বুকে ভরসা এল”- কি পড়ে বুকে ভরসা এল ?(H S-2017)

 উঃ- নাট্য উপকরণের বাহুল্য ছাড়াই জাপানি থিয়েটার কাবুকি শুধুমাত্র অঙ্গভঙ্গির উপর নির্ভর করে মস্কোতে যে নাটক উপস্থাপন করেছিল তা দেখে বিখ্যাত রুশ চিত্রপরিচালক আইজেনস্টাইন খুব প্রশংসা করেন। তার পড়ে বহুরূপী নাট্য দলের পুরোধা শম্ভু মিত্রের বুকে ভরসা এল।


১৮। শম্ভু মিত্র অমর গাঙ্গুলীর বাড়িতে এসেছিলেন কেন ?

উঃ- বিভাব নাটকের নাট্যকার শম্ভু মিত্র অমর গাঙ্গুলীর বাড়িতে তাকে হাসাতে এবং হাসির নাটক লেখার জন্য হাসির খোরাক জোগাড় করতে এসেছিলেন।


১৯।বহুরূপীর সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কেন ?

উঃ- হাসির নাটকের দারুন বক্সঅফিস থাকার কারণে সম্পাদক মহাশয় হাসির নাটক করতে বলেছেন।


২০। “ও! দাতা কর্ণ যে”- কে ,কাকে একথা বলেছেন ?

উঃ-বিখ্যাত নাট্যকার শম্ভু মিত্র অমর গাঙ্গুলী কে একথা বলেছেন।


২১। বাঙালি কাঁদুনে জাতি এ কথা কে বলে গেছেন ?

উঃ-সর্দার বল্লভ ভাই প্যাটেল।


২২। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি ?

উঃ- প্রেম ।


২৩। “আমাদের একটা লভ সিন করা উচিত”- লভ সিন করা উচিত কেন ?

উঃ- পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম বা লভ । একারণেই বৌদি লাভ সিন করার কথা বলেছেন ।


২৪। লভ সিনে কি কি দরকার ?

উঃ-লভ সিন করতে হলে প্রথমেই একজন নায়ক ও নায়িকার দরকার।


২৫। লভ সিনে কাকে নায়ক করা হয়েছিল ?

উঃ- শম্ভু মিত্রকে ।


২৬। অমর বৌদির কোন কথা শুনে হতাশ হয়ে পড়েছিল ?

উঃ- লভ সিনে বৌদি নায়ক হিসেবে অমরকে নির্বাচন না করে শম্ভু মিত্রকে নির্বাচন করায়, অমর হতাশ হয়ে পড়েছিল।


২৭। “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?”-কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় ?(H.S-15)

উঃ- প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়।


২৮। নাটকে রবীন্দ্রনাথের কোন গান গাওয়া হয়েছে ?

উঃ- ‘ওই মাধবীলতা দোলে' গানটি গাওয়া হয়েছে।


২৯। “BOX OFFICE বলেও একটা কথা আছে “- বক্তা কখন কথাটি বলেছেন কখাটি বলেছেন ?(H.S-16)

উঃ- বৌদি তৃপ্তি মিত্র ফিল্মি কায়দায় রবীন্দ্র সংগীত গাইতে শুরু করলে শম্ভু মিত্র সেই ফিল্মি কায়দাকে কটাক্ষ করেন, তখন নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি উক্ত কথাটি বলেছিলেন ।


৩০। “বিশ্বভারতী কি পারমিশন দেবে?”- কিসের পারমিসান এর কথা বলা হয়েছে ?

উঃ- রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতী সংরক্ষিত ছিল । তাই তাদের অনুমতি ছাড়া রবীন্দ্রসংগীতকে ফিল্মি স্টাইলে গায়তে তারা পারমিশন দেবে না বলে শম্ভু মিত্র মনে করেছেন।


                                 NRIPEN MAHATO

                           M.A, B.ED IN BENGALI

                                                     WHATSAPP:-9647949468











Post a Comment

0 Comments