সিন্ধু সভ্যতা প্রশ্ন উত্তর

 সিন্ধু সভ্যতার সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর




১। সবচেয়ে প্রাচীন মানব জীবাশ্ম কোথায় পাওয়া গেছে ?

উঃ- আফ্রিকায় ।


২। কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় ?

উঃ- ১৯২১ খ্রিষ্টাব্দে ।


৩। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ?

উঃ- দয়ারাম সাহানি।


৪। হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত ?

উঃ- বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলায় অবস্থিত ।


৫। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ- সিন্ধু নদীর তীরে ।


৬। বিশ্বের প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম সভ্যতা কোনটি ?

উঃ- সিন্ধু সভ্যতা।


৭। সিন্ধু সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম লেখ ।

উঃ- মিশর সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, দক্ষিণ এশীয়া সভ্যতা, চীনের সভ্যতা।


৮। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন ?

উঃ-রাখালদাস বন্দ্যোপাধ্যায়।


৯। সিন্ধু সভ্যতার বাড়ি গুলি কি দিয়ে তৈরি ছিল ?

উঃ-ইটভাটায় পড়ানো ইট দিয়ে ।


১০। সিন্ধু সভ্যতার কোথায় বৃহত্তম স্নানাগারটি পাওয়া গেছে ?

উঃ- মহেঞ্জোদারোতে।


ভূগোলের প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন । 


১১। সিন্ধু সভ্যতার কোথায় শস্যাগার পাওয়া গেছে 

উঃ- হরপ্পায় ।


১২। সিন্ধু সভ্যতায় কোন কোন বন্দরের নাম পাওয়া যায় ?

উঃ- লোথাল ও গুজরাট 


১৩। হরপ্পা সভ্যতায় কোথায় ঘোড়ার অস্থি পাওয়া গেছে ?

উঃ- সুরকোটাডায়।


১৪। হরপ্পা সভ্যতার কোথায় লাঙ্গলে নিদর্শন পাওয়া গেছে ?

উঃ- কালিবঙ্গান এ 


১৫। সিন্ধু সভ্যতার বিস্তার কতদূর ছিল ?

উঃ- পূর্বে উত্তরপ্রদেশের আলমগীরপুর থেকে পশ্চিমে সুটকাগানডর এবং উত্তরে শর্তুঘাই(আফগানিস্তান) থেকে দক্ষিনে মহারাষ্ট্রে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল।


১৬। সিন্ধু সভ্যতায় মোট কতগুলি জনবসতির চিহ্ন আবিষ্কার হয়েছে ?

উঃ- ১৪০০ টি ।


১৭। সিন্ধু সভ্যতার সমকালীন মিশরীয় সভ্যতা থেকে আয়তনে কতগুণ বড় ছিল ?

উঃ- ২০ গুণ ।


১৮। হরপ্পার নগর গুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

উঃ- সিন্ধু ও সরস্বতী নদীর তীরে ।


১৯। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি ?

উঃ- মহেঞ্জোদারো ।


২০। সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোট শহর কোনটি ?

উঃ- আল্লাহদিনো ।


২১। ভারতবর্ষের মধ্যে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি ? 

উঃ:- ধোলাভিরা ও রাখিগড়ি ।


২২। সিন্ধু সভ্যতায় কিসের কিসের চাষ ভালো হতো ?

উঃ- গম ও যব ।


২৩। মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত ?

উঃ- সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।


২৪। "সিন্ধু সভ্যতা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য এবং তা ভারতীয়দের সৃষ্টি"-মন্তব্যটি কে করেছিলেন ?

উঃ:- অধ্যাপক 'ব্যাসাম' ও 'কে.এম পানিক্কর' ।


২৫। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ?

উঃ-তাম্র প্রস্তর যুগের সভ্যতা।


২৬। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারের আয়তন কত ?

উঃ- দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট এবং স্নানাগারটির চারদিকে 8 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল।


২৭। সিন্ধু লিপি কোন দিক থেকে পড়া হত ?

উঃ- ডান দিক থেকে বাম দিকে ।


২৮। সিন্ধু সভ্যতার সঙ্গে কোন কোন সমসাময়িক সভ্যতার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল ?

উঃ- মেসোপটেমিয়া, মিশর ,ওমান ইত্যাদি দেশের সঙ্গে। 


২৯। তুলার চাষ প্রথম পৃথিবীর কোন সভ্যতার মানুষ করেছিল ?

উঃ- সিন্ধু সভ্যতার মানুষ।


৩০। সিন্ধু সভ্যতার মুখ্য বাণিজ্য পণ্য কি ছিল ?

উঃ- তুলা ।


৩১। সিন্ধু সভ্যতার মানুষ মাল বহনের জন্য কি ব্যবহার করত ?

উঃ- গাধা ও উট।


৩২। সিন্ধু সভ্যতার মুখ্য দেবতা কে ছিল ?

উঃ- পশুপতি মহাদেব ।


৩৩। সিন্ধু সভ্যতার পতনের কারণ কি ?

উঃ- সিন্ধু সভ্যতা পতনের অনেকগুলো কারণ আছে ।এগুলি হল- 

   (ক) বহিরাগত আর্যদের আক্রমণ ।

  (খ) প্রাকৃতিক দুর্যোগ। 

  (গ) জলবায়ুর পরিবর্তন। 

   (ঘ) মহামারীর প্রকোপ ।





Post a Comment

0 Comments