মহুয়ার দেশ
কবি :- সমর সেন
১। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
(ক) নানা কথা (খ) খোলা চিঠি
(গ) তিন পুরুষ (ঘ) কয়েকটি কবিতা
উঃ- কয়েকটি কবিতা ।
২। সন্ধ্যার জলস্রোতে সূর্য কী আঁকে ?
(ক) গলিত সোনার মতো উজ্জ্বল মায়াবী চিত্র
(খ) গলিত সোনার মতো রঙিন আলো
(গ) গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ
(ঘ) গলিত সোনার মতো উজ্জ্বল প্রাসাদ
উঃ- গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ ।
৩। মহুয়ার দেশ কবিতায় কথাকার প্রকৃতির বর্ণনা আছে ?
(ক) মেদিনীপুর (খ) পুরুলিয়া
(গ) জঙ্গলমহল (ঘ) সাঁওতাল পরগনা
উঃ:- সাঁওতাল পরগনা
৪। 'আর আগুন লাগে'-কোথায় আগুন লাগে ?
(ক) জলের অন্ধকারে (খ) জলের অন্ধকারে ধূসর ফেনায়
(গ) নদীর ঢেউ এ (ঘ) নদীর নৌকায়
উঃ- জলের অন্ধকারে ধূসর ফেনায়।
৫। অলস সূর্য কোথায় ছবি আঁকে ?
(ক) দিগন্তে। (খ) হৃদয়ে
(গ) সন্ধ্যার জনস্রোতে (ঘ) পশ্চিম আকাশে
উঃ:- সন্ধ্যার জনস্রোতে।
৬। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিসের মতো ঘুরে ফিরে ঘরে আসে ?
(ক) প্রচন্ড দুঃস্বপ্নের মতো (খ) নির্জন নিঃসঙ্গতার মতো
(গ) ভয়ংকর দুঃস্বপ্নের মতো (ঘ) শীতের দুঃস্বপ্নের মতো।
উঃ- শীতের দুঃস্বপ্নের মতো।
৭। 'ঘুরে ফিরে ঘরে আসে'- কে ঘুরে ফিরে ঘরে আসে ?
(ক) ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস (খ) কয়লাখনির শব্দ
(গ) মহুয়ার গন্ধ (ঘ) ধুলোর কলঙ্ক
উঃ:- ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস
৮। 'মদির' শব্দের অর্থ কি ?
(ক) অহংকার (খ) মত্ততা
(গ) স্নেহ (ঘ) সুরা
উঃ- মত্ততা
৯। মেঘ মদির মহুয়ার দেশ আছে কোথায় ?
(ক) অনেক অনেক দূরে (খ) নিবিড় অরণ্য
(গ) দিগন্তে (ঘ) খুব কাছেই
উঃ-অনেক অনেক দূরে ।
১০। মহুয়ার দেশে সমস্তক্ষণ পথের দু'ধারে ছায়া ফেলে কে ?
(ক) মহুয়া গাছ (খ) দেবদারু গাছ
(গ) বটগাছ (ঘ) মানুষের নিঃসঙ্গতা
উঃ- দেবদারু গাছ
১১। মহুয়ার দেশ কবিতায় কয়টি গাছের উল্লেখ আছে ?
(ক) ২টি (খ) ৫টি
(গ) ৪টি (ঘ) ৩টি
উঃ- ২টি
১২। মহুয়া দেশে রাত্রের নির্জনতাকে আলোড়িত করে কে ?
(ক) দূর সমুদ্রের ঢেউ (খ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(গ) শহরের কোলাহল (ঘ) অবসন্ন মানুষের যাতায়াত
উঃ- দূর সমুদ্রের দীর্ঘশ্বাস ।
১৩। 'অন্ধকারে ধূসর ফেনায়'- কবির কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে ?
(ক) আশাবাদী (খ) নিরাশাবাদী
(গ) জীবনের বাস্তবতা (ঘ) অনুভূতিহীন মানুষ
উঃ- জীবনের বাস্তবতা।
১৪। মহুয়ার দেশ কবিতায় কবি কোথায় রহস্য খুঁজে পেয়েছেন ?
(ক) মহুয়া বনে (খ) দেবদারু বনে
(গ) সন্ধ্যার জনস্রোতে (ঘ) কয়লা খনিতে
উঃ- দেবদারু বনে।
১৫। মহুয়ার দেশ এখন কবির কাছে অসহ্য হয়ে উঠেছে কেন ?
(ক) দেবদারু গাছের রহস্যময় ছায়ার জন্য
(খ) কয়লাখনির কর্মরত শ্রমিকদের জন্য।
(গ) মহুয়া ফুলের গন্ধের জন্য
(ঘ) কয়লাখনির গভীর বিশাল শব্দের জন্য।
উঃ- কয়লাখনির গভীর বিশাল শব্দের জন্য।
১৬। কবির ক্লান্তি উপর কি প্রার্থনা করেছেন ?
(ক) মহুয়া ফুল (খ) দেবদারু ফুল
(গ) সমুদ্রের দীর্ঘশ্বাস (ঘ) কোনটাই না
উঃ- মহুয়া ফুল ।
১৭। মহুয়া দেশে মাঝে মাঝে কবি কি শুনতে পান ?
(ক) মাদলের শব্দ (খ) মহুয়া ফুল পড়ার শব্দ
(গ) সমুদ্রের দীর্ঘশ্বাস (ঘ) কয়লা খনির শব্দ
উঃ- কয়লাখনির শব্দ ।
১৮। কয়লাখনির শ্রমিকদের চোখে কি হানা দেয় ?
(ক) উদ্বেগ (খ) ক্লান্ত দুঃস্বপ্ন
(গ) দুর্ভাবনা (ঘ) জীবনের অনিশ্চয়তা
উঃ- ক্লান্ত দুঃস্বপ্ন ।
১৯। কাদের শরীরের ধুলোর কলঙ্ক দেখা গেছে ?
(ক) মহুয়া দেশের অধিবাসীদের (খ) মহুয়া দেশের শিশুদের
(গ) কয়লা খনির শ্রমিকদের (ঘ) মহুয়া দেশের মহিলাদের
উঃ- কয়লা খনির শ্রমিকদের ।
২০। অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেছেন ?
(ক) ধুলোর কলঙ্ক (খ) আঘাতের চিহ্ন
(গ) রক্তের দাগ (ঘ) অপমানের কলঙ্ক
উঃ- ধুলোর কলঙ্ক ।
২১। অবসন্ন মানুষের চোখ কেমন ?
(ক) ক্লান্ত (খ) অবসন্ন
(গ) ঘুমহীন (ঘ) জাগ্রত
উঃ- ঘুমহীন ।
২২। মহুয়ার দেশে অন্ধকার কেমন ?
(ক) গভীর (খ) নিবিড়
(গ) কালো। (ঘ) অপরিচ্ছন্ন
উঃ- নিবিড় ।
0 Comments