ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১। একটি জীবাশ্ম জ্বালানীর নাম লেখ ।
উঃ - কয়লা
২।রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে ? উঃ - তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ( LPG ) .
৩। জীবাশ্ম জ্বালানীর দহনে কোন গ্যাস উৎপন্ন হয় ? . উঃ - কার্বন- ডাই- অক্সাইড ।
৪। পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল আছে ?
উঃ - ফ্রেজারগঞ্জ ।
৫। উইন্ডমিলে বায়ুশক্তি থেকে কি উৎপন্ন ?
উঃ - তড়িৎ শক্তি ।
৬। জ্বালানীর তাপনমূল্যের প্রচলিত একক কী ?
উঃ - SI একক জুল/ কেজি এবং CGS একক হল ক্যালোরি/ গ্রাম ।
৭। LPG এর মূল উপাদান কী ?
উঃ - বিউটেন ।
৮। CNG -এর মূল উপাদান কী ?
উঃ - মিথেন ।
৯। একটি বায়োফুলের উদাহরণ দাও ।
উঃ - বায়োইথানল ।
১০। তুষার জ্বালানী কাকে বলে ?
উঃ - মিথেন হাইট্রেট কে তুষার জ্বালানী বলে ।
১১। ভারতে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয় ?
উঃ - জ্যাট্রোফা গাছের বীজ ।
১২। বায়োমাসের একটি উদাহরণ দাও ।
উঃ - গোবর ।
১৩। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কোথায় কোলবেড মিথেন আহরণ করা হয় ?
উ: - রাণীগঞ্জ এ ।
১৪। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি ?
উ: - এক্সোস্ফিয়ার ।
১৫। অ্যালবেডো কী ?
উ: - সূর্য থেকে আগত রশ্মির ৬০% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং ৪০% সূর্যরশ্মি মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া ৪০% সূর্য রশ্মিকে অ্যালবেডো বলে।
১৬। বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের শতকরা পরিমান কত ?
উ: - ০.০৩২% ।
১৭।কোন জ্বালানীর তাপনমূল্য সর্বাধিক ?
উ: - হাইড্রোজেন গ্যাসের ।
১৮। গ্রীন হাউস গ্যাস নয় এমন দুটি গ্যাসের নাম লেখ।
উ: - নাইট্রোজেন , অক্সিজেন, ।
১৯। ODS কী ?
উ: - ODS হল ওজন বিনষ্টকারী পদার্থ ।এরূপ একটি পদার্থ হল ক্লোরোফ্লুরো কার্বন ( CFC )।
২০। বায়ুমন্ডলের কোন স্তরকে "ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর" বলা হয় ?
উ:- ট্রোপোস্ফিয়ার ।
২১। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয় ?
উ: - স্ট্র্যাটোস্ফিয়ার ।
২২। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি আছে ?
উ: - নাইট্রোজেন ।
২৩। বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ?
উ: - ওজোনোস্ফিয়ার স্তরকে ।
২৪।মন্ট্রিল প্রোটোকল কবে সাক্ষরিত হয় ?
উ: - ১৯৮৭ সালে ।
২৫। বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী ?
উ:- ডবসন স্পেকট্রোমিটার ।
২৬ । গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন কোন রোগের প্রকোপ দেখা যায় ?
উ:- ডেঙ্গি , ম্যালেরিয়া , এনকেফেলাইটিস ।
২৭। বডি স্পে- তে কোন গ্যাস থাকে ?
উ:- ক্লোরোফ্লোরো কার্বন ।
২৮। বায়ুমন্ডলের কোন স্তরটি আবহমণ্ডল নামে পরিচিত ?
উ:- ট্রোপোস্ফিয়ার ।
২৯। বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
উ:- থার্মোস্ফিয়ার স্তরে ।
৩০।সুইট গ্যাস কাকে বলে ?
উ:- কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে ।
0 Comments