এই ছয়টি প্রশ্ন হল :-
১। "অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল"- কোনি কিভাবে বাংলা সাঁতার দলে
জায়গা পেল তা লেখ।
২। কোনির জীবনে ক্ষিতীশ এর অবদান কতখানি তা লেখ ।
৩। কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ চরিত্রটি লেখ।
৪। দারিদ্রতা ও বঞ্চনার বিরুদ্ধে কোনির
কিভাবে সংগ্রাম করেছে কোনি উপন্যাস অবলম্বনে তা লেখ।
৫। প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ
সিংহের পরিবারের যে ছবি ধরা পড়েছে তা লেখ। অথবা :- "তখনই লীলাবতী হস্তক্ষেপ করে-"।
লীলাবতী কেন হস্তক্ষেপ করে ? হস্তক্ষেপ করার পর কি ঘটনা ঘটল ?
৬। "তোর আসল লজ্জা
জলে, আসল গর্ব জলে।"- বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কীভাবে উদ্দীপ্ত করে
তুলেছিলেন তা উদ্ধৃতির আলোকে বিচার করো।
0 Comments