বাক্যে "কি" এবং "কী" এর ব্যবহার

 


 বাক্যে কি ও কী এর ব্যবহার


আমরা অনেকেই সাধারণভাবে "কি"এবং "কী" এর কোনো পার্থক্য খুঁজতে যায় না । যেহেতু দুটি‌ই প্রশ্নবোধক অব্যয় , তাই এদের যেকোনো প্রশ্নসূচক বাক্যে ব্যবহার করা যায় । কোথায় "কি" হবে এবং কোথায় "কী" হবে সে সম্বন্ধে আমাদের অনেকের কোনো ধারণাই নেই বা আমরা কেউ সেই সম্বন্ধে জানতে চাইনি বা জানার আগ্রহ টুকুও করিনি । কিন্তু এই দু'টি অব্যয় প্রশ্নবোধক বাক্যে ব্যবহারের ক্ষেত্রে বিরাট কিছু পার্থক্য আছে । কোন প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিবরণ দিতে হয়, তাহলে সেই প্রশ্নসূচক বাক্যে "কী" দীর্ঘ 'ই'-কার এর ব্যবহার হবে এবং অন্যদিকে যদি বাক্যের উত্তর বিবরণ দেওয়ার প্রয়োজন না হয় শুধুমাত্র "হ্যাঁ" বা "না" এর মধ্যেই সীমায়িত থাকে তাহলে সেই বাক্যে "কি" হ্রস্ব 'ই' কার এর ব্যবহার হবে।


যেমন:- 

             তুমি রাতে খেয়েছ কি ?

এখানে উত্তর হবে "হ্যাঁ" বা "না" সুতরাং এই বাক্যে প্রশ্নসূচক অব্যয় হিসেবে " কি" এর ব্যবহার হবে।

                              

                        এবং


               তুমি রাতে কী খাবে ?


এই প্রশ্নসূচক বাক্য উত্তর 'হ্যাঁ' বা 'না' এর মধ্যে সীমিত নয় , এখানে বিশদে উত্তরের প্রত্যাশা করে সুতরাং এই বাক্যের প্রশ্নবোধক অব্যয়টি হবে "কী"।



                         NRIPEN MAHATO

                                  M.A,B.ED

                   BURDWAN UNIVERSITY


Post a Comment

1 Comments

  1. ধন্যবাদ স্যার এই তথ্য দেওয়ার জন্য।

    ReplyDelete