প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন- উত্তর

 


প্রশ্ন:-

      'ভেঙ্গে আবার গড়তে জানে সে চির সুন্দর'- 'সে' কে ? ভেঙ্গে গড়ার বিষয়টি বুঝিয়ে দাও ।


উত্তর:-

        প্রলয়োল্লাস কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 'সে' বলতে ভারতের তরুণ প্রাণ বীর বিপ্লবীদের বুঝিয়েছেন ।

       

       কবিতায় কবি ধ্বংসের দেবতা রুদ্রদেব মহাদেবের কল্পনা করে বলেছেন তিনি ধ্বংসের মধ্য দিয়েই পৃথিবীতে সত্য- শিব -সুন্দর প্রতিষ্ঠা করেন, তাই তিনি চিরসুন্দর। পরাধীন ভারতবর্ষের বীর বিপ্লবীরাও ঠিক সেইরকম । যারা বিপ্লবীদের সংগ্রামকে ধ্বংসাত্মক বলে মনে করেন তাদের উদ্দেশ্যে কবি বলেন বিপ্লব কেবল জরাজীর্ণ অসুন্দরকে ধ্বংস করেই ক্ষান্ত হয় না, সেই ধ্বংস স্তুপের উপর তারা নতুন সমাজ সৃজন করতেও পারে।



                  NRIPEN MAHATO

                          M.A,B.ED, 

         BURDWAN UNIVERSITY








Post a Comment

1 Comments